পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همه ماهه. یک •. =ि(Ce-पछान्झण्डौ ৰাজাইয়া স্তব গান করায় লাভ কি ? এত দিন এত পুজা করিলেন, এত বীণা বাজাইলেন, এত স্তবগান করিলেন, কিন্তু নিষ্ঠুরা দেৰী প্রসন্না হইলেন না! নিৰ্জ্জীব পাষাণ দেবতার প্রাণ আছে কি ? এই বলিয়া দাসী জরাকুমারীর চাত কষ্টতে বীণা কাড়িয়া লইল । এক নারী দেবতার স্তবগান করিতেছেন রাজকুমারী বললেন, চতুরিকা, ভগবতী গোষ্ঠীর নিন্দা করিয়ো • । গত রাত্রে দেবী আমায় স্বপ্নে বর দিয়াছেন যে, বিদ্যাধর-বাজ জীমূতবাহন তোমার পাণিগ্রহণ করিবেন। চতুরিকার মুখ হাসিছে উজ্জল হইয়া উঠিল। এমন সময়ে আলেয়ী বন্ধুর চাত ধরিয়া তথায় উপস্থিত হটলেন ও গুলিতে হালিতে বলিলেন, রাজকুমারি, এই লউন, আপনার দেবীর দেওয়া 'বর"। লাজকুমারী মলখুবই অাখির কোণে একবার জীমূতবাহনকে দেখিয়া লইলেন। লজ্জা আসিয়া ষ্ঠাতার চক্ষুপল্লব চাপিয়া ধরিল। তিনি ধীর স্বরে বলিলেন, চতুরিকা, চল, আমরা এখান হইতে অঙ্ক কোথাও ৰাষ্ট । চতুরিকা রাজকুমারীর এই কথার অর্থ বুঝিতে পারিল। অপূৰ্ব্ব এক আনন্দে তাহার মুখখানিতে হাসির ঝিলিক খেলিয়া গেল। - مومبانی ۹ به এই মলয় পৰ্ব্বতের রাজা বিশ্বাৰম পিতামাতার পেৰাপরায়ন জীমূতবাহনের মুন্দর রূপদেখিয়া তাছার সহিত আপনার কম্বা মলয়ৰ তীর বিবাহ দিবার ইচ্ছা করিয়াছিলেন। একদিন তিনি মধ্যাহ্ন ভোজনের পর অন্ত:পুরে বিশ্রাম করিতেছেন, সঙ্গস। কস্তার ৰিৰাজের কথা তাছার মনে জাগিয়া উঠিল। স্থিনি পুর মিত্রাবস্তুকে ডাকিয় বণিলেন, বৎস, মলখুবতীব বিবাহের ত আর দেরী করা চলে না। বিদ্যাধরের রাজা জীমূহকেতু ঠাচার স্ত্রীর সঙ্কিত তপস্ত কবিবার জন্য এই মলয় পৰ্ব্ব: 5 আলিয়ছেন। তাছাদের পুত্র জীমূতবাহন ও তাসদের সঠিত এখানে আসিয়াছেন। জীমূতবাচন স্বরূপ সুন্দর বাপুক-তারপর এতবড় বিদ্যাধর-রাজের পুত্র সে ; পরোপকার তার জীবনের ব্রত-- সকলের উপর, শক্তিশালী যুদ্ধনিপুণ বীর। আমার মনে হয়, এই জীমূতবাচন আমার মলযুবতীর উপযুক্ত বর । অতএব তুমি একবার বিদ্যাধর-রাজ জীমুহকেতুর নিকটে গিয়া আমার এই প্রস্তাব র্তাহাকে জানাও। মিত্রাবস্থ সাননে পিতার কথা স্বীকার কপিলেন। মলযুবতী যেদিন জীমূতবাহনকে দেখিয়াছেন, সেই क्रिन झ्ठेtठ श्रमदद्रङ खेोभू%दाश्८मग्न sिक्षा कtद्रन । শয়নে স্বপনে জাগরণে সৰ্ব্বদাই জীমূতবাহনের সুন্দর মুখচ্ছবি মনে পড়ে। বেলা শেষ হইয়া আসিয়াছে। এমন সময় মলযুবতী ঠাঙ্গার দাসী চতুরিকাকে বলিলেন, চতুরিকা, চন্দন-লতাকুঞ্জে যে চন্দ্রমণি শিলা আছে, চল, আজ সেইখানে বসিয়া তোমার সঙ্গে মনের কথা বলিব। দাসী খুলি ইয়া রাজকন্যার সছিত চন্দন-লতাকুঞ্জে উপস্থিত চইল এবং উভয়েই সেই শিলার উপর বসিল। মলয়বস্তী চতুরিকাকে মনের কথ। খুলিয়া বলিলেন। দাগী চালিতে হাসিতে বলিল, রাজ কঙ্কা, ইকার জন্য ভাবিয়ে না। দেবীর বরে তোমার সঙ্কিত তোমার বাঞ্ছিতের শীঘ্রই মিলন হইবে। এইরূপ কথাবাৰ্ত্ত হইতেছে, এমন সময়ে আত্রেয়ীর সছিত গল্প করিতে করিতে-জীমূতবাহন সেই চন্দনলতাকুঞ্জের দিকে মালিতেছেন দেখিয়া চতুরিকা সখী মলযুবতীর সহিত অশোক-বাটিকার দিকে চলিয়া গেল । দুই বন্ধু লতাকুঞ্জে প্রবেশ করিয়া চন্দ্রমণি শিলার উপর বলিলেন। জীমূতবাহন বলিলেন, বন্ধু গতরাত্রে স্বপ্নে দেখিয়াছিলাম, এই চন্দন-লতাকুঞ্জে এই চন্দ্রমণি ·米