পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যন্ত্র-বিজ্ঞান পৃথিবীর বুকে যে শিক্ষা ও সভ্যতা আজকাল মামরা দেখিতে পাইতেছি, তাহা একদিনে গড়িয়া উঠে নাই। মানুষ দিন দিন যতই উন্নতির পথে অগ্রসর হইতে লাগিল, ততই সে বিজ্ঞানের সাঙ্গাযো পাতি আবিষ্কার করিয়া নাণ দিক দিয়া আপনার স্বথ ও সৌভাগ্যের পথ খুজিয়া পাইল। এই ভাবেই অণুবীক্ষণ দূরবীক্ষণ, এই ভাবেই রেলগাড়ী, ষ্টীমার, জাহাজ, এই ভাবেই বোমযান ও হাওয়াই জাহাজ,তারবাৰ্ত্ত, তার DDB BBS BBBB B BBBB BBttt BBBD DD BBBB BBS BDDB BBB BDt BtttDD S তোমরা হয়ত খবরের কাগজে পড়িয়াছ যে, হিমালয়ের সৰ্ব্বোচ্চ শৃঙ্গ গৌরীশঙ্কর * Everest-so উচ্চত। ২৯০০২ ফুট। কিন্তু এখনও কেহ গৌরীশঙ্করের চূড়ায় চড়িতে পারে নাই এবং যখন উছার উচ্চতা মাপা হয়, তখন কেহ উঠার ১• • মাইলের মধ্যেও যাইতে পারে নাই। কি করিয়া নিখুত-ভাবে এত দূরে থাকিয়াও উক্ত শুঙ্গের উচ্চতা মাপা যায়, সে সম্বন্ধে সাধারণ লোকে খুবই অজ্ঞ। এই প্রবন্ধে দুঃস্থ জিনিষের BBBB BBBB BBB B BBB BB BB BDD DDDD BBBS BBB BB BBS DDDDD S উচ্চতা-মাপক যন্ত্র কোনও দেশে অতি বিচক্ষণ ও সৰ্ব্বকার্য্যে দক্ষ একজন রাজা ছিলেন। অন্যান্য রাজাদের মত তিনি অসার আমোদ-প্রমোদে বৃথা সময় নষ্ট করিতেন না। তাহার মন্ত্রীও তাহারই মত অতি বুদ্ধিমান লোক ছিলেন। শুবিধা পাইলেই রাজা ও মন্ত্রী উভয়ে ঘুরিয়৷ ফিরিয়া সমস্ত কাজ নিজেদের চক্ষে পর্য্যবেক্ষণ করিতেন। মাঝে মাঝে গুপ্তচর নিযুক্ত করিয়া প্রজারা তাহার শাসন সম্বন্ধে কিরূপ আলোচনা করে, তাহার খোজ-খবর লইতেন । অন্যান্য রাজাদের যেমন হইয়া থাকে, এই রাজারও নানাশ্রেণীর ভূত্য ছিল এবং তাতারা নিজ নিজ কাজের অনুযায়ী নানারূপ বেতন পাইত। প্রধান মন্ত্রী সকলের চেয়ে বেশী বেতন পাইতেন। তাহার নীচে বড় বড় কৰ্ম্মচারীরা ৫০০ হইতে এক হাজার টাকা পর্যন্ত বেতন পাইতেন। সাধারণ কৰ্ম্মচারীরা ৫০ হইতে ১-০ টাকা পৰ্য্যন্ত পাইত এবং সাধারণ ভূত্যেরা—যাহারা ঘর পরিস্কার, বাসন মাজা, জল তোলা এবং ফরমাইস খাটা ইত্যাদি কাজ করিত, তাহার। দশ হইতে বিশ টাকা পৰ্য্যন্ত মাসে বেতন পাইত । একদিন রাজা মন্ত্রীর সহিত ছদ্মবেশে চাকরদের ঘরের নিকট দিয়া যাইতেছেন,