পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উচ্চতা-মাশক =ਬਰਸ਼ .مسمسم مسمسم سمسم - এমন সময় শুনিতে পাইলেন, তাহারা খুব জটলা করিয়া রাজার কাজের আলোচনা করিতেছে। একজন বলিতেছে—দেখ ভাইমহারাজের কি ঘোর অবিচার ! সকল, মহাবীজের কি ঘোর অবিচাল অামাদিগকে সমস্ত দিন মাথার ঘাম পায়ে ফেলিয়া খাটিতে হয়, আর মহারাজা অামাদিগকে বেতন দেন মাত্র দশ হইতে পনের। আর কেরাণীবাবুরা শুধু চেয়ারে বসিয়া কলম চালান, তাহারা তামাদের পাচ ছয়গুণ বেতন পান, আর বড় বড় কন্মচারীরা ত কিছুই করেন না। মন্ত্রী মহাশয় শুধু মহারাজের সাথে গল্প করেন এবং হুকুম জারী করেন ; আর তিনি যে কত হাজার টাকা বেতন পান, তাহা কেহ গণিয়া বলিতে পারে না । রাজা এবং মন্ত্রী উভয়েই এই সমস্ত কথা শুনিলেন । কিন্তু তখন চাকরদের কিছু না বলিয়া পর দিন দরবারে তাহাদের

  • --------- ԳՀԻԳ

কয়েকজনকে ডাকিয়া পাঠাইলেন। তাহার। সকলে আসিলে পর মন্ত্রী বলিলেন –তোমরা ঐ গাছটি কত উচু তাহ। বাছিব কর কাল রাত্রে সকলে মিলিয়া আলোচন। করিতেছিলে যে, তোমরা সারাদিন প্রাণপাত পরিশ্রম কর ও মহারাজ তোমাদের তেমন বেতন দেন না । সেইজস্য মহারাজ তোমাদের দুঃখ দূর করিতে কৃতসঙ্কল্প হইয়াছেন । এইহেতু তোমাদের যোগ্যতা পরীক্ষা করিবার জন্য তিনি একটি সমস্যা উত্থাপন করিয়া তোমাদের প্রত্যেককে তাহা সমাধান করিতে দিয়াছেন। তাহা এই-রাজবাটীর সম্মুখে অতিশয় পুরাতন এবং উচ্চ তালগাছটি কত উচু, তাহ বাহির করিতে হইবে। ইহার জম্বা তোমাদিগকে তিন দিন সময় দেওয়া হইল।