পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশে কত নক্ষত্র আছে ? এই প্রশ্নটা তোম বা সকলেই নিজেদের মধ্যে ক'রে থাক এবং এর উত্ত, তোমরা যে কোনও একটা বৃহৎ সংখ্যা বলে তে মাদের প্রশ্নকৰ্ত্তাকে চুপ করিয়ে দাও । তোমাদের প্রশ্নকৰ্ত্ত ঐ সংখ্যাটিকে নক্ষত্রের প্রকৃত সংখ্যা বলে স্বীকার ক’রে নিতে রাজী না হ’লে উত্তর ত তোমাদের মুখে লেগেই আছে— গুণে লণ্ড’। এব পর কোনও কথা বলবার সাহস কি আর থাকে ? প্রশ্ন করা ও তার উত্তর দেওয়া এই দুইটি কাজই যথাযথভাবে নিম্পন্ন হওয়া সত্ত্বেও তোমরা সকলেই জান যে, নক্ষত্রের যে সংখ৷ উত্তরে বলা হয়েছে তা সম্পূর্ণ নক্ষএ-ভরা আকাশ কাল্পনিক । আর সঙ্গে সঙ্গে এও তোমরা নিশ্চয়ক্ষপে জানযে, এরূপ প্রশ্নের সত্যকার উত্তর অসম্ভব। चनछव ७ ७क श्निां८व वdèशे ! थब्र, शनि s সেকেওে তোমরা ৫টা নক্ষত্র গুণতে পার, তবে এক ঘণ্টার অনবরত চেষ্টার ফলে, আর একটুও ভুল না করলে তোমর। মাত্র ১৮ হাজার গুণতে পারবে। সারা আকাশময় নক্ষত্র চিক্‌ চিক্‌ করছে, এমন কত ১৮ হাজবে যে গুণতে হবে, তার কি আর শেষ আছে। কিন্তু এই যে অসম্ভব কাজ, তাও মানুষ সম্ভব করে তুলেছে। তোমরা শুনলে বোধ হয় আশ্চয্য হ’য়ে যাবে যে, এই প্রশ্নটির সত্যকার একটি উত্তর আছে—অর্থাৎ আকাশে কত নক্ষত্র অাছে তার সংখ্যা মাচুষের অজ্ঞাত নয়। এার এই সংখ্যাটি পাওয়া গিয়াছে ঐ একটি একটি ক’রে সব নক্ষত্রগুলিকে গুণে । তবে এ গোণ। শুধু চোখে হয়নি, তা বুঝতেই পাৰ্বছ। দূরবীণ দিয়ে সমস্ত আকাশের নানান রকমের ছবি তুলে তারপর অনেক ছিলাব-নিকাশ ক’রে এই সংখ্যাটিকে পাওয়া গেছে। আকাশের দিকে চাইলেই দেখতে পাৰে যে, সৰ नक्ज नमान स्नचत्रण नग्न । cकोप्नाप्ने। धूद अणज्रण করে, কোনোট আবার অতি কষ্টে দৃষ্টিগোচর হয়। নক্ষত্রের উজ্জ্বলতা সম্বন্ধে ভবিষ্যতে শিশু-ভারতীতে অনেক কথা থাকৃবে। উজ্জ্বলতা এক পক্ষে যেমন আলোর নিজস্ব তেজের উপর নির্ভর করে, তেমনি অপর পক্ষে আমাদের থেকে তার দূরত্বের উপরও নির্ভর করে। আলোট যত দূরে সরে যায় ততই তা ছোট হয়ে যায়, এমন দেখায়। ফলে দাড়ায় এই যে, যতদূরে যায় আমাদের চোখে ভক্ত কম আলে। পৌছায়—জার কাজে কাজেই উজ্জ্বলতাও कम श्'t cषएउ cनथा गाग्न । यभन पनि श्घ्र cण, আমাদের চোখকে কোনও উপায়ে দূরভেয়