পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবী পরিক্রমণে স্পেনের প্রচেষ্টা—ম্যাগেলানের প্রথম পুথিবী পরিক্রমণ পূৰ্ব্ব দুই প্রবন্ধে আমর পৃথিবী পরিক্রমণে পৰ্ব, গালের প্রচেষ্টার কথাই বলিয়াছি । এইবার পন্থগালের প্রতিবেশী স্পেনের প্রচেষ্টার কথা বলিব। স্পেন ও পর্তুগাল পাশাপাশি দেশ এবং উভযেৰ ধৰ্ম্ম ও ভাষা প্রায় এক । তথাপি দুষ্ট দেশের মধ্যে প্রত্যেক বিষযেই খুব রেষারেষি চলিত। সামুদ্রিক অভিযানে স্পেন বহুকাল পর্য্যন্ত বিশেষ কোন সুবিধা করিযী উঠিতে পারে নাই । তাহার কারণ, পৰ্ত্তমান স্পেনের অধিকাংশ প্রদেশষ্ট তখন মুসলমান-ধম্মাবলম্বী মুরদের অধীন ছিল। কেবলমাত্র স্পেনের উত্তর-পশ্চিম কোণে পাৰ্ব্বত্য অঞ্চলের কয়েকটি প্রদেশের খুষ্টানগণ স্বাধীনতা রক্ষা করিতে সমর্থ হয। কিন্তু ক্রমে ক্রমে মুরগণ নিস্তেজ হইয়া পড়ে এবং খৃষ্টান রাজগণ যুদ্ধ করিয়া ভাগদিগকে দক্ষিণে হটাষ্টয়া দেন। অবশেষে ১৪৮০ খৃস্টাব্দে ক্যাষ্টিল নামূক এক প্রদেশের রাজকন্য। ইসাবেলা (Isabella) এবং আরাগন নামক আর এক প্রদেশের রাজপুত্র ফার্ডিনাণ্ড পরিণয়সূত্রে আবদ্ধ হইয়া সমগ্র স্পেনদেশকে এক শক্তিশালী রাজ্যে পরিণত করেন। ১৪৯২ খুষ্টাব্দে মুরদের শেষ রাজা রোয়াদিল যুদ্ধে পরাজিত হইয়া স্পেনদেশ পরিত্যাগ করেন এবং সমস্ত স্পেনে ফার্ডিনাণ্ড ও ইসাবেলার প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিগ্ৰহ হইতে অধ্যাহতি পাইয়া স্পেনও পর্তুগালের মত বিদেশে রাজ্যবিস্তার করিতে আগ্রগন্ধিত হইল। কিন্তু স্পেনদেশে পর্তুগালের মত সুদক্ষ নাবিক ছিল না। তাহারা পর্তুগালের নাবিকদিগকে নানারূপ প্রলোভন দেখাইয়া নিজেদের কার্য্যে নিযুক্ত করিত। এই সময় ক্রিষ্টোফর কলম্বস নামক জনৈক জেনোয়াদেশী নাবিক রাণী ইসাবেলার নিকট প্রস্তাব করেন যে, উপযুক্ত অর্থ-সাহায্য পাইলে তিনি ক্রমাগত পশ্চিমদিকে যাইয়াও ভারতবর্ষে যাইবার সমুদ্রপথ আবিষ্কার করিতে পারিলেন। কলম্বস কিরূপে ভারতবর্ষ আবিষ্কার করিতে যাইয়া আমেরিকা আবিষ্কার করেন, সে বৃত্তান্ত (শিশুভারতী ৯৩৬-৯৪৪ পৃষ্ঠা) পূর্বেই প্রকাশিত হইয়াছে।