পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- শিশু-জ্ঞাঙ্কতা প্রশাত মহাসনাগলুর ( পিগাফেটার বর্ণনানুযায়ী ) ২৮শে নবেম্বর বুধবার আমরা মহাসাগরে প্রবেশ কারয়। উত্তর-পশ্চিম কোণ লক্ষ্য করিয়া জাহাজ চালাইতে লাগিলাম। এই মহাসাগরে আমরা কোনরূপ ঝড়-বাদলায় পড়ি নাই বলিয। আমরা ইহার নাম দিক-প্রশান্ত মহাসাগর। এই মহাসাগর অতিক্রম করিতে আমাদের তিন মাস বিশ দিন সময় অতিবাহিত হয়। এই সুদীঘ পথে আমরা টাটকা খাবার কিছুই আস্বাদ করিতে পারি নাই । সমস্ত বিস্কট ও কটি চূর্ণ হইযা ধূলায় ও পোকাতে পরিণত হয়,—জল পীচয়া দুগন্ধময় ই ইয়া উঠে। ম্যাগেলানের বাণী সত্য চইল, কারণ আমাদিগকে ক্ষুধা নিবারণেব জন্য মাস্থলের আবরণ যে চামড়া ছিল তাহা কাটিয়া জলে ভিজাইয়া খাইতে হয়। ১৯ জন লোক দাতের গোড়া ফুলিয়া মারা যায়। এই তিন মাস শুধু আমরা চারিদিকে নীল জলরাশি ব্যতীত অব কিছুই দেখিতে পাই নাই । অবশেষে ৬ই মার্চ আমরা শ্যামল তুণাবৃত দুষ্টটি দ্বীপ (আক্ষাংশ ১২ - ডিগ্রি উত্তর, গ্রীনউইচ হইতে ১৯৬° পূব) দেখিতে পাইলাম। অধ্যক্ষ মনে করিলেন যে, এই দ্বীপে টাটক৷ খালীর ও জল পাওয়৷ যাইবে । কিন্তু, এই দ্বীপে অবতবণ করতেই অসভ্য দ্বীপবাসীর। তাঙ্গাদের Canoeতে চডিয়া জাহাজে আসিয়া আমাদের জিনিষ-পত্র চুবি করিতে আরম্ভ করিল। আমাদের এমন অবস্থা নয় যে, আমরা তাঙ্গাদিগকে মারিয়া তাড়াইতে পারি। সুতরাং আমর। তাড়াতাড়ি কিছু খাদ্য ও পানীয় সংগহ কaিয়। এই চোরের দ্বীপ (Ladrone lsland) sFZS *for »fs লাভ্রোণ দ্বীপের পর মাগেলান দক্ষিণপশ্চিম দিকে যাত্রা করিয়া বৰ্ত্তমান ফিলিপাইন দ্বীপপুঞ্জে উপস্থিত হন। এখানকার অধিবাসীরা { অনেকেই কতকটা সভ্য ছিল । তাছাদের মধ্যে অনেকেই ম্যাগেলানকে খাদ্যদ্রব্যাদি দিয়া আতিথেয়তা দেখায়। কিন্তু এই আতিথেয়তাই ম্যাগেলানের মৃত্যুর কারণ হইল। কুবু নামক দ্বীপের রাজা শপথ করিয়া বলেন যে, ম্যাগেলান যদি তাহাকে অন্য এক দ্বীপের রাজার সহিত যুদ্ধে সাহায্য করেন, তাহা হইলে দে নিজে খৃস্টধৰ্ম্মে দীক্ষিত হইবে এবং স্পেনের রাজার অধীনতা স্বীকার করিবে । রাজার প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাগেলান উক্ত দ্বীপ আক্রমণ করিতে যাইয়া ১৫২১ খৃঃ আন্দের ২৬শে এপ্রিল দ্বীপবাসীদের হস্তে নিহত হন। হতাবশিষ্ট স্পেনিয়াডগণ কোনমতে জাহাজে পলায়ন করিয়া প্রাণরক্ষা করে । জুবু দ্বীপের খুষ্ঠান রাজাও তাহার কাছে ম্যাগেলান যে কয়জন স্পেনিয়ার্ডকে পঠাইয়াছিলেন, তাহদিগকে বধ করেন । অন্য সকলে Johan Carvajoনামক নাবিকের নেতৃত্বে ফিলিপাইন দ্বীপপুঞ্জ পরিত্যাগ করিয় Molucca বা মসলা দ্বীপের সন্ধানে নবেম্বর মাস পর্যন্ত ঘুরিতে থাকে। ক্রুমে তাহারা বোণিও দ্বীপে উপস্থিত হইয়া সাগু, লবঙ্গ, তরমুজ প্রভূতি অনেক ফল – যাঙ্গ পূর্বেল তাহার। কখনও দেখে নাই—তাহার সন্ধান পায় । এইস্থানে তাহারা ম্যাগেলানের স্থলে Sebastian* del Cano নামক এক ব্যক্তিকে কাপ্তেনজেনাবেল নিববাচিত করে। বোর্ণিও হইতে ঘুরিতে ঘুরতে তাহার ৬ই নবেম্বর মসলা দ্বীপে উপস্থিত হয় এবং সেইখানে তাহার। প্রথমে জানিতে পারে যে, তাহারা পুৰ্ব্ব ভারতীয় দ্বীপপুঞ্জে উপস্থিত হইযাছে। তখন তাচার। সকলে সমবেত হইয়া ঈশ্বরের নিকট ধৰ্ম্মৰাদ জানাইল এবং জয়োল্লাসে * এই ব্যক্তি প্রথমতঃ সামান্য Pilot-এর কাজে নিযুক্ত ছিলেন। কিন্তু নিজের চরিত্র ও অধ্যাবলায় গুণে দগের নেতৃত্ব স্থান লাভ করেন। טילט צ