পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यिो...-किछोक्रप्ठ পিগণফেটা লিখিতেছেন :–লোরোসার কাছে এই সংবাদ শুনিয়া অামাদের মহা ভয উপস্থিত হইল। আমরা লোরোসাকে বুঝাইলাম যে,স্পেনের রাজা মহাপ্রতাপশালী যদি লোরোসা তামাদিগকে স্পেনে প্রত্যাবর্তন করিবার সুবিধা করিয়া দিতে পারেন, তাহা হইলে স্পেনের সমাটেব নিকট তাহার খুব পুরস্কার ও সম্মান মিলিবে । লোরোসা এই প্রস্তালে সম্মত হইলেন । ইহার পরে আমরা এক মাস কাল মসলা দ্বীপে থাকিয়া নানা নুতন নূতন জিনিষ দেখিযা কাটাইলাম। অবশেষে ২১শে ডিসেম্বর আমরা মসলাদ্বীপ পরিত্যাগ করিলাম। এই সময়ে আমাদের প্রায় সমস্ত জাহাজই নষ্ট হইয়া গিয়াছিল, শুধু ‘ভিক্টোরিয়া’ কাৰ্য্যক্ষম ছিল। আমরা পর্তুগীজদের ভযে, পথিমধ্যে আৰ কোনও দ্বীপে থামিলাম না ; জাভা ও বোর্ণিওর মধ্যবৰ্ত্তী স্তু গুtপ্রণালী হইতে সোজা আফ্রিকার দক্ষিণস্থ উত্তমাশ। অন্তরীপের দিকে নৌচালনা কৰিলাম । ৬ই মে তারিখে আমরা উত্তমাশা অন্তৰীপ দেখিতে পাইলাম, কিন্তু পর্তুগীজদের ভযে সেইখানে আর থামিলাম না—সোজা উত্তর দিকে অগ্রসর হইতে লাগিলাম । ৯ই জুলাই আমরা Cape Werd-এ উপস্থিত হইয়া নঙ্গর করিলাম । এই সময়ে পাওয়ার কষ্টে ও স্বাৰ্ভি রোগে ২১ জন লোক মারা যায় । কেপ ভার্ডে আসিয়া দেখা গেল যে, টাটকা খালার না পাইলে আমরা সকলেই দেশে ফিরিবার পূপেরই মারা যাইব । কিন্তু এই সমস্ত স্থান পর্তুগালের দখলে ছিল এবং পর্তুগালের বাজার কড়া হুকুম ছিল যে, যে কেহ আমাদিগকে ধরিতে পরিবে সে বক্ত পুরস্কার পাইবে । সুতরাং আমরা মন্ত্রণ করিয়া পৰ্তুগীজ ব্যবসায়ীদের নিকট খবর পাঠাইলাম যে, আমরা আমেরিকা হইতে আটলান্টিক মহাসাগর উত্তরণ করিযা আসিতে বহু বিপদে পড়িয়াছি, তাহারা যেন অর্থের বদলে খাদ্যদ্রব্যাদি দিয়া অামাদিগকে প্রাণে বঁচোন। পর্তুগীজের। আমাদের কথায় বিশ্বাস করিয়া আমাদিগকে অনেক টাটকা খাদ্যদ্রব্য দিল । এইরূপ দুইবার আমাদের নৌকা ঠিক ঠিক ফিরিয়া আসিল, কিন্তু তৃতীয়বাবে নৌকা ঠিক সময়ে না ফেরায় আমাদের সন্দেহ হইল যে, হয়ত আমাদের প্রকৃত বৃত্তাস্ত প্রকাশিত হইয়া পড়িয়াছে। বাস্তবিক তাহাই মাগেলানের স্মৃতিস্তম্ভ হইয়াছিল। কারণ, একজন নাবিক কথাপ্রসঙ্গে বলিয়া ফেলে যে, আমরা ম্যাগেলানের বহরের শেষ জাহাজ। সন্দেহ হওয়া মাত্রই আমরা তৎক্ষণাৎ সে স্থান হইতে পলায়ন করিয়াস্পেনের দিকে অগ্রসর হইতে লাগিলাম। পরে শুনিলাম যে, পর্তুগীজরা আমাদিগকে বন্দী করিবার উদ্যোগ করিতেছিল। "ש"שציג