পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•िप्s-पछाङ्कप्डौ ঘরে এসে লে দেখে বুড়ী উকুন ধরিয়ে, ময়দা মেখে লসে আছে । তাকে দেখেই ডাইনী বলল, “আগে আমি

::ri. .ماند".»، «د *

এত থ sযাই তবু এর কিছু হচ্ছে না পটী সকে নেব। দেখত তন্দুরট (Oven) তৈরী হয়েছে কি না।” ডাইনীর মতলব ছিল, এই সঙ্গে গ্রেপেলকে ও শেন করে দেওয়া । গ্রেগেল তা বুঝতে প!পল। কিন্তু কেমন কবে ভাইয়ের প্রাণ বাচায়, সে তপন নানার কমে ভাবছে । হঠাৎ তার এক বুদ্ধি যোগাল। সে বলল, তন্দুব কোথা দিধে দেখতে হয়, অমিত জানি না, আমায় দেখিয়ে দাও। "ডাইনী ভাবী রেগে বলল, "এই এত বড় দবাজা রয়েছে - আমি শুদ্ধ যেতে পাবি, আর তুই দেখতে পাকিস না।" এই বলে নেই না সে দরজাৰ ভিতরে ব দিকে একটু এগিয়েছে গ্রেপেল অমনি তাকে এক ধাক্কা দিযে ভিতরে দেলে দরজা এটে দিলে। ডাঙ্গনী সেই গৰম তন্দুরে বন্ধ হবে টী২ক’র করে জলে পুড়ে মরে গেল । গ্রেপেলের ৩পন কি মজা ! সে ছুটে গিয়ে গাচাল দৰজ খুলে দিসে ই-সেলকে এই স্বগংবাদ জানাল । ছ ভাহ-লোনের তখন কি রকম আনন্দ হ’ল বুঝতেই পারছ। তারপর দুজনে মিলে সব ঘরগুলিতে ঘুরে ঘুরে দেখতে লাগল। ডাইনীর বাড়ীতে অনেক দামী দামী জিনিষ ছিল ; আর শোবার ঘরটিতে অনেক মণি-মুক্ত ছিল । হান্সেল তার কতকগুলি নিয়ে দু পকেট বোঝাই করে ফেলল। গ্রেথেলও তার দেখাদেখি কোচড় ভরে মুক্তা নিয়ে নিল । তারপর সেই প্রকাও মায়াবনের মধা দিয়ে বাড়ীর পথ খুঁজে খুজে হজনে এক নদীর ধারে এসে উপস্থিত হল। পার হবার কোন উপায়ই নেই দেখে হাসেল একেবারে নিরাশ হয়ে বসে পড়ল। গ্রেথেল বলল, “দাড়াও, আমি একটা চেষ্টা করে দেখি ৷” নদীতে একটা বড় রাজহাস চরে বেড়াচ্ছিল। গ্রেথেল গান গেয়ে বলতে লাগল –“সুন্দর রাজহাস, তোমার কোন দেশে বাড়ী ? আমরা দুটি ভাই-বোন এখানে পড়ে আছি । অামাদেব দয়া করে পার করে .দাও না ।" আমনি রাজহাসটি এসে পাখী মেলে বসে একে একে তাদের পিঠে করে নদী পাব করে দিল । আমি শুদ্ধ যেতে পালি-তুই পারিসনে এ পারে এসেই তারা দেখে একেবারে চেনারাস্তা ! হানগেল ও গ্রেথেল তখন মনের আনন্দে ছুটতে আরম্ভ করল। একটু পরেই গাছ-পালার মধ্যে দিয়ে যখন বাড়ী দেখা যেতে লাগল, তখন তাদের মুখে হাসি আর ধরে না। বাড়ী পৌছে তারা দেখে কাঠুরে তাদের হারিয়ে কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে। হঠাৎ ছেলেমেয়েকে এ বকম ভাবে ফিরে পেয়ে সে যেন হাতে স্বর্গ পেল। তারা যে মণি মুক্ত এনেছিল, তাই বেচে অভাব দুর হ’ল । তারপর সকলে মিলে সুখে-স্বচ্ছন্দে দিন কাটাতে লাগল। Տ Գ օ 8