পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-জ্ঞগল্পতী নয়। বাটন তখন অহস্থ, রোগ শয্যায় শায়িত ; এমন সময় একদিন স্পেক বিখ্যাত হ্রদ ভিক্টোরিয়া নায়নজা হ্ৰদ আবিষ্কার ও নামকরণ করেন। স্পেকের মনে দৃঢ বিশ্বাস হইল, এই হ্রদই নীলনদের উৎপত্তি-স্থল। পরে ফিরিয়া অসিয়া দলপতি বার্টনকে একথা বলিতে তিনি তাঙ্গ বিশ্বাস না কলিয়া ভুল মত বলিয়া হাসিয়ু উড়াইয়া দিলেন । দুঃখের বিষয়, এই মতামত লইসা বাটন ও স্পেক উভয়ের মধ্যে বিষম মনোমালিন্সের কষ্টি হইল । জানজিবারে (Zanzibar) পৌঁছিয়া স্পেক বাটনকে জরে অসুস্থ অবস্থায় রাখিয়া ইংল্যাণ্ডে যাত্র। কfরলেন। ১৮৫৯ খৃষ্টাব্দের মে মাসে ইংল্যাণ্ডে পৌছিয়া তিনি বিখ্যাত রাজকীয় ভৌগলিক সমিতিকে (18oyal (;eographical Society) sitatsao হ্রদ এবং ভিক্টোরিয়া নায়নজা হদ আবিষ্কারেব কথা জানাইলেন। ললা পাহুল্য, এজন্য তিনি যথেষ্ট সন্মাণ ও খাতি-প্রতিপত্তি লাভ করিলেন। অথচ এসব আবিপণবের জন্ত প্রকৃত সন্মান বাটনেরই প্রাপ্য। অবশেষে বাটন ইংল্যাণ্ডে দি রিং, আসিল সমস্ত কথা শুনিতে পাইলেম । উভয়ের মধ্যে চিরদিনের বন্ধুত্বের অবসান চইল । বাটন স্পেকের উৎসমুখ আবিস্কারের মতকে রূপকথার কাহিনী বলিয়া প্রকা শুষ্ট হাস্তবিদপ ক&িতে লাগিলেন । ইহাতে স্পেকের নিজের আবিষ্কারের মত দৃঢ় প্রতিষ্ঠ করিবার জন্য পুনরায় অভিযান করিবার ইচ্ছা প্রবল হইয়া উঠিল । তিনি প্রকাশ্যে বক্ততা এবং কাগজে বহু প্রবন্ধ লিখিতে লাগিলেন । অবশেষে জনসাধারণেরও এ বিষয়ে ঔৎসুক জাগ্রত হইল এবং ভৌগোলিক সমিতিও তাতাকে এইরূপ অভিযানে যাত্রার অনুমতি প্রদান করিলেন । যখন মনোমত সঙ্গীর প্রশ্ন উঠিল, তখন স্পেক গ্ৰাটকে মনোনীত করিলেন। গ্রাটের পুরা নাম জেমস অগষ্টাস 4it" (James Augustus (iraut)। ভারতীয় সৈন্যদলে থাকিতে উভয়ের মধ্যে বন্ধুত্ব হয় । গ্রান্ট ও স্পেক উভয়ে ঠিক সমবয়সী। গ্রান্ট জন্মিয়াছিলেন ১৮২৭ খৃষ্টাব্দের ১১ই এপ্রিল, স্পেকের জন্মের প্রাগ একমাস পুলে । শিক্ষা শেষ করিয়া উনিশ বৎসর বয়সে গ্রান্ট সৈন্যদলে যোগ দেন এবং ১৮৫৭ খৃষ্টাব্দ পর্যাপ্ত বহুবিধ যুদ্ধ ব্যাপারেই ব্যাপৃত ছিলেন। সিপাহীবিদ্রোন্থের সময় তিনি লগ্নেীয়ে ছিলেন এবং বিদ্রোহীদলের সহিত বিশেষ সাহসিকতার সহিত যুদ্ধ করেন। ১৮৪৭ খৃষ্টাব্দে স্পেকের সহিত গ্রান্টের প্রথম আলাপ হয়। এই আলাপ ক্রমে দৃঢ় বন্ধুত্বে পরিণত হয়। কারণ, উভয়েব মপো মতের মিল যথেষ্ট ছিল – খেলা-ধূলায় উভয়েরই পগাঢ় আসক্তি ছিল। কাজেই, ম্পেকেব অভিযান যাত্রার আমন্ত্রণ পাইয়া গ্ৰাট এক মুস্থ ও দ্বিপা করিলেন না - যাইতে সন্মত হইলেন । অভিধানের আয়োজন চলিতে লাগিল। ভৌগোলিক সমিতি ২,৫০০ পাউণ্ড মঞ্জুর করিলেন । ভারত গবর্ণমেণ্ট দেশীয় সদাবদের বহুবিধ উপস্থার সামগ্ৰী যথা— বন্দুক, অস্ত্রশঙ্গাদি অনুমোদন করিলেন। কেপ (Cape Colony) পালামেণ্টও কতক টাকা মঞ্জুর করিল। সমস্ত ঠিকঠাক হইয়া গেলে স্পেক ও গ্রান্ট উভয়ে ১৮৬৭ খৃষ্টাব্দের ২৭ এপ্রিল তারিখে ইংল্যাণ্ড እግጏ8