পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

frts গুণ*ভী بممممممم،

  • কিন্তু কিছুদব অগ্রসর না হইতেই দলে একটা গোলমাল উপস্থিত হইল। দেখা গেল, দেশীয় ভূত্যেরা অপবের জিনিল জোর করিয়া কাড়িয়া লহবার জন্য বড়ই আগ্ৰহান্বিত । স্পেক-এর ইহাদের বলিবার কিছুই ছিল না ; কারণ বাজা আসিবাল সময় ভূতাদের এই লুঠপাটের অনুমতি দিয়াছিলেন । কাজেই, তিনি চুপ কম্বিয় রছিলেন । এরকম কিছুদিন চলিবার পর স্পেক ঠিক করিলেন, বাজা উনিওরোর সহিত বন্ধুত্ব করা ७iLम्न[5म । কারণ, র্তাহার রাজ্যের মধ্য দিয়া যাইতে হুইবে । সেই অনুসারে স্পেক ও গ্রন্ট দুজনে দুইদিকে যাওয়া স্থির করিলেন । এাণ্ট উত্তরে রাজ1 উনিওরোর (Unyoro) বীজ্যের অভিমুখে চলিলেন আর স্পেক পূৰ্ব্বদিকে নীলদের অভিমুখে রওনা হইলেন। উগাস্তার রাজধানী ত্যাগ করিবার চৌদ্দ দিন পরে স্পেক উরওগানি (Urondogani) পৌছিলেন । কিন্তু এখানে আলিয়া এক মুস্কিল বাধিল । নদী পার হইবার কোন নৌকাই নাই, কি করিয়া ভিক্টোরিয়া নায়নজা twietoria Nyanza) c*ñsta wtw t fefa ch** লোকদের প্রথমে অনুনয়, পরে ভয় দেখাইতে লাগিলেন কিন্তু কিছুতেই কিছু হুইল না। তখন নিকপায় হইয়া স্থাটিয়াই যাইবেন স্থিব করিলেন ।

এক সপ্তাহ কাল চলিবার পর স্পেক তাহার বঙ্কিত স্থানের দর্শন লাভ করিলেন। সন্মুখেই বিশাল ভিক্টোরিয়া নায়নজা হ্রদ। তিনি দেখিলেন, নীলনদ ভিক্টোবিয়া হ্রদ হইতে প্রপাতরূপে পাহাড়ের উপর দিয়া বাহির হইয়ু আফ্রিকা মহাদেশের মধ্য দিয়া প্রবাচিত হইতেছে। বহু শতাব্দীব দুৰ্ব্বোধা রহস্তের এত দিন পরে মীমাংসা মিলিল । উগাণ্ডার রাজা স্পেক-এর সঙ্গে যে সব অম্লচর দিয়াছিলেন, তাহারা স্পেককে কিছুতেই প্রপাত সম্বন্ধে কোন ভৌগোলিক অমুসন্ধান করিতে দিতে "לצף צ রাজী হইল না। কারণ রাজা তো তাহীদের এ বিষয়ে কোন উপদেশই দেন নাই। অগত্যা স্পেক প্রপাতের নামকরণ করা ছাড়া আর কিছুই করিতে পারিলেন না। হ্রদের নাম হইল “রিপন প্রপাত।". লর্ড রিপনের নাম অনুসারে এই নাম হইল। কাবণ, লর্ড রিপনের চেষ্টায়ই রাজকীষ ভৌগলিক সমিতি এই অভিযান প্রেরণ করিয়াছিলেন । ইহার পরে স্পেক উনিওরো (Unyoro) রাজ্যে পোছিয়া গ্রাণ্টের সহিত পুনৰায় মিলিত হইবার জন্য রিপন প্রপাত বাগ্র হইয়া উঠিলেন। তিনি অতি সত্বর উরওগানি (Urondogani) affMRI পৌছিলেন ; কিন্তু এখানে আসিয়া পেষ্ট পুৰ্ব্বের বিপদ- নদী পার হইবার উপায নাই। কিন্তু এবাব স্পেক-এর আর ইটবার সামর্থ ছিল না। অতি কষ্টে কযেকট জীর্ণ ‘ক্যানো" নামক নৌকা সংগৃহীত হইল। এই কানোতে নদী পার হইতে গিয়াই পথে বিষম বিপদ ঘটিল। কানোগুলি যখন মাত্র অল্পদুর অগ্রসর হইয়াছে, এমন সময় একদল ওয়ানজর (Waujoro) বাজ্যের অধিবাসী প্রায় পনেরটি ক্যানোয় চড়িয়া পার্শ্ববর্তী দেশের সহিত ব্যবসায়ু উপলক্ষে আসিতেছিল। কাসোরে (Kasoro) নামক স্পেক-এর একজন অমুচর, একদিন যখন সেই নৌকাগুলির অধিবাসীরা তীরে নামিয়া আহার করিতে গিয়াছে তখন একটু ছেলেমামুৰী ছঃমি করিবে ঠিক করিল। যখন নৌকাবাসীরা আবার ফিরিয়া আসিল, তখন ক্যাসোরে। তাছাদের বিষম চীৎকার করিয়া