পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুৰ্কীভাল atw fyfte* 'Coin of the Desert' «i মরুভূমির ধন। কোয়েহুটিঙ্গ সহরে একটি তোরণ আছে। এই তোরণ বা সদর দরজার বয়স হইবে প্রায় ৩• • তিন শত বৎসরের উপর। এই পথে চীন তুর্কীস্তানের দিক হইতে নানাদেশের বণিগ দল পণ্য দ্রব্য লইয যাতায়াত করিয়াছে এবং এখনও করিতেছে । বণিক দলের দলপতি এই মোঙ্গল সীমান্তের তোরণ দ্বারটির মজবুত গড়ন, এবং বিশালতা, দর্শকগণের চক্ষে সয়ম উদ্রেক করে। অনেক সময় সহযায়ী জান ? মোঙ্গোলিয়া ও তুর্কীস্তানে এই ইট-চার ইঃ-sায়ের বিনিমযে গরু, বাছুর, পাখী এবং I আরও প্রয়োজনীয় জিনিস-পত্র ক্রয়মুল বিক্রয় হইয়া থাকে । ইট-চার প্রয়োজনীযুতা এত বেশী হইবার কাবণ এই যে, এদেশে অনেক স্থানেই ভাল পানীয় জল মিলে না, কাজেই, মরুমারীরা এবং বণিকেরা ইট-চা পান করিয়া তৃষ্ণা নিবাবণ কবে । সেদেশে জলের কিরূপ অভাব, বলিতেছি । হয় ত তুমি একশত মাইল চলিয়া গেলে দুইটি কুপের সাক্ষাৎ পাহলে আর সেই কূপের জলও প্রায়হ লোণা হইয়া থাকে। মঞ্চভূমির বুকে তামারিস্ক (Tamarisk নামে এক প্রকাব গুল্ম জন্মে এই গুল্মের শিকড় গুলি মাটির নীচে বহুদর পর্য্যন্ত সি ক্র ভূমির সন্ধানে ছড়াহয় পড়ে, সাধারণত: যেখানে কুপ থাকে, সেইখানেই ইহার বেশ জন্মে। এজন্য অধিকাংশ কুপের জলই ঐ গুলোর শিকড়ের জন্ত পীতপণ হয় এমন ছগন্ধযুক্ত হয় যে, কোনরূপেই পনেব যোগ হয় না। এজন্ত যাত্রীরা চওড়া কাঠের জলাধারে জল সংগ্ৰহ করিয় লয় । মরুভূমির পথে কিংবা সমতল উৰ্ব্বর ভূমির পথে— বণিগদল রাত্রিবেলা চলেন এবং দিনের বেলা লি শাম কপেন । সাধারণতঃ বিকেল বেলা যাত্র। করিয়া দুপুর রাত্রি প্যাস্ত গড়ে আটঘণ্টা হিসাবে চলিয়। ১০ কুড়ি মাইল পথ চলিয়া থাকে। এই ভাবে পথ চলাটা একেবারেই আরামদায়ক নছে । এক একটা উট প্রায় চার পাচমণ বোঝা বহন করে । पफेग्नि झहे भाहेल श्राफ़ाझे মাইলের বেশী উট চলিতে পারে না। রাত্রিতে উটগুলি তাবুর পাশে ইtটু গাড়িয়া বসিয়া থাকে আর সকালবেলা চলিতে থাকে । বণিকেরা সকল বেলা ইট-চা হইতে চা তৈয়ালী করিয়া পান করে। কি তিববত, কি মঙ্গোলিয়া, কি লাইবেরিয়ার কতক অংশ এবং তুর্কীস্তান-সৰ্ব্বত্র এই ইট-চায়ের ব্যবহার দেখিতে পাওয়া যায়। ইট চা-কে মরুভূমির ধন বলা হইয়াছে কেন নাযাবর মোঙ্গল-রাত্রিব বিশ্রাম সেদিক দিয়াই মাত্রীরা ভ্রমণ করে না কেন, তাছাদের প্রায় সকলেই খাদ্যদ্রব্যাদি সংগ্ৰহ করিয়া সঙ্গে লয়। যাত্রীদল সাধারণতঃ গম, হইতে খাদ্য প্রস্থত করে। পাহাড়ের পথ দিয়া যাইবার সময়, কিংবা কোন গ্রামের ধারে তাবু গাড়িলে পর অনেক সময় এামবাসীরা বণিগদলের নিকট ভেড়া ৰিক্রয় করিতে