পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিড়ালজাতীয় জন্তুর মধ্যে সিংহই সৰ্ব্বশ্রেষ্ঠ। সিংহ পশুর রাজা। এমন শক্তিশালী, এমন তেজস্বী এবং পরাক্রমশালী জন্তু আর দ্বিতীয় নাই। বাঘ বল, ভালুক বল, গণ্ডার বল, সকল পশুই বয়-বিক্রমে সিংহের কাছে হাব মানে । সিংহকে পশুরাজ বলা হস। আফিকার সিংহ অামাদের এই পশুরাজ মাংসাশী, বেজায় মাংসলোতী ; মাংস ন হইলে চলে না। মাংস না পাইলে বাচে না। সিংঙ্গের শরীবের ধরণটা বাঘ ও বিড়ালের দ্যায়, তবে যৎসামান্ত প্রভেদ আছে। বিড়ালের দাত আটাশটি কিন্তু সিংহের ত্রিশটি । এত পরাক্রম বলিয়াই বাঘের চোথের মাঝথান কিছু বস ৪ কিছু বাকা, কিন্তু সিংহের চোখেব মাঝপাণ চেন্ট । সিংহেল কেশর আছে, অপব কোন জন্থব কেশর নাই , তাই কেশরী বলিলে কেবল সিংহকেই বুঝায়। কেশব কেবল পুরুষ জাতিরই হয়, স্ত্রী জাতিব হয় না । (**3 সিংঙ্গের অলঙ্কার, কেশর না থাকিলে এসিয়াব সিংহ ইহাদিগকে তেমন স্বত্ৰ, তেমন গাম্ভীৰ্য্যপূর্ণ দেখাইত ন। সিংহ যখন রাগে, তখন এই কেশব ফুলিয়া উঠে, ভয়ঙ্কর দেখায়। সিংহের আর একটি আপনার জিনিস আছে তাহ। লেজের গোড়ায় একগাছা হাড় । এই হাড় লাঠির