পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! - শিশুভানুল্লতী সিংহ ও ইছর এক সিংহ পৰ্ব্বত গুচাব সম্মুখে শয়ন কবিয়া নিদ। যাইতেছিল। একটা শেংটি হ’ছর ইঠাৎ লিংকের নাকের উপর দিয়া দৌড়াইয় যাওয়াতে সিংহের ঘুম ভাঙ্গিয়৷ গেল। সিংছ কুদ্ধ হইয় তাহার প্রকাও থাবা চাপ। দিয়া ইছরকে ধরিয়া মালিতে উষ্ঠত হইল। তখন ইগুর কাকুতি কবিয়া সিংহকে বলিল, “প্ৰভু, আপনি পশুপাজ ! আমি সামানা মুষিক । আমাকে দয়া করিয়া ছাড়িয়া দিন, আমি কখনো না কখনো আপনার প্রতুাপকাব করিতে পারিব।” এই বাকো ঈষৎ হান্ত কবিয়া সিংহ হ’হবকে ছাড়িয়া দিল । একদা শিকারের অন্বেষণ করিতে করিতে সিংহ এক শিকারীর জালে পড়িল। সিংহ অনেক চেষ্টা করিয়া ও আপনাকে মুক্ত করিতে না পারিয়া ভয়ঙ্কর গৰ্জ্জনে বন কম্পিত করিয়া তুলিল। সেই মুক্ষিক আপনার প্রাণদাতা সিংহেব কণ্ঠস্বর বুঝিন্তে পারিয়৷ সেহ স্থানে উপস্থিত ই হ'ল এবং অবিলম্বে সিংহের পাশবাল, আপনার তাঙ্ক দস্তে ছেদন কবিয়া সিংহকে মুক্ত করিয়া দিল । তখন সিংহ বুঝিতে পারিল, উপকার কথনো বুথ সায় না। উপকৃত যতই ক্ষুদ বা সামান্য ট্রক না কেন, সেও উপকারকের প্রত্যুপকার করিতে পারে। কুকুর ও প্রতিবিম্ব এক কুকুর এক মাংসের দোকান হইতে এক খণ্ড মাংস সংগ্ৰহ করিয়া আপনার বাড়ীতে যাইতেছিল। পথে একটা ছোট নদী পার হইতে গিয়া সাকোব উপর হইতে জলে ৩teার প্রতিবিম্ব দেখিতে পাহল । গে মনে পরিল, জলের মধ্যে অপর একট। কুকুব এক থও মাংস মুখে করিয়া 項|列びすな験I Cm (mを মাংসখও কাড়িয়া লইবার ইচ্ছায় লেমন মুখ ই৷ করিয়া মাংসের প্রতিবিদ ধরি৩ে গেল, অমনি তাহার মুখের মাংসখণ্ড জলে পড়িয়া ডুবিয়া গেল। তখন কুকুর হতবুদ্ধি হইয়। পস্থান কfরল ধো ব্রুলপি পরিত্যজ্য অধ্রুবাণি নিষেবতে । এবাণি তস্ত নশুস্তি, অপবং নষ্টমেব হি ॥ - እግog