পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-שcasts השישי-שידוש ছেলেৰেলাকার এই স্থঃসাহসিক কাৰ্য্যের ফল এইরূপ শোচনীয় হইয়া দাড়াইল। পরবর্তী জীবনে বেকার আরও বহু সাহসিক কাৰ্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন কিন্তু তখন ফল এত শোচনীয় হয় নাই, বরং বহু সুফল ফলিয়াছিল। বেকারের পূর্বপুরুষেরা ছিলেন এলিজাবেথের আমলের নাবিক—কাজেই, দেশ বিদেশে ভ্রমণের নেশাটা বেকারের রক্ত-ধারায় প্রবাহিত ছিল। ১৮২১ খৃঃ অব্দের জুন মাসে লণ্ডন শহরে ৰেকারের জন্ম হয়। স্কুলে ভাল ছেলে হিসাবে বেকারের নাম ছিল না, কিন্তু সাহসী ছেলে হিসাবে ছিল । স্তামুয়েল বিদ্যালয়ের দুৰ্ব্বল ছেলেদের পক্ষ হইয়া লড়িতে সৰ্ব্বদাই প্রস্তুত ছিলেন। কেহ অস্কায় করিয়া তাহার হাত এড়াইতে পারিত না। কয়েক বৎসর মষ্টারের কলেজ স্কুলে অধ্যয়ন করিবার পর স্তামুয়েলকে স্কুল ছাড়াহয়া বাড়িতে গৃহশিক্ষকের তৰাবধানে রাখা হয়। পাঠে বিশেষ মনোযোগ না থাকিলেও তিনি ভূগোল ও ভূতত্ত্ব পড়িতে বিশেষ ভালবাসিতেন। ভবিষ্যতে এই উভয় বিস্কাহ তাহার বিশেষ উপকারে আসিয়াছিল। জাম্মানীর ফ্রাঙ্কসোর্ট নামক স্থানে শিক্ষা সমাপ্ত করিয়া যখন তিনি ইংল্যাণ্ডে ফিরিয়া আসিলেন, তখন বেকার স্বস্থদেহ, সুদৰ্শন যুবক—উচ্চাশায় তাহার হৃদয় পরিপূর্ণ। স্তামুয়েলের পিতা পুত্রের স্বভাব ঠিক বুঝিতে না পারিয়া তাছাকে লণ্ডনে নিজের ব্যবসা-কার্য্যে নিযুক্ত করিবেন, স্থির করিলেন। এ যেন দুবস্ত অশ্বকে বদ্ধ আস্তাবলে আটক করিয়া রাখা ॥১৮৪৩ খৃঃ অব্দের আগষ্ট মাসে হেনরিয়েট মাটিনের সহিত বিবাহের পর তামুয়েল মক্সিলাস দ্বীপে পলাই যান। সেখানে তাহার পিতার অনেকগুলি অাৰাদ জমি ছিল । গ্রীষ্ম প্রধান দেশেৰ সৌন্দর্য্যে স্তামুয়েলের মন মোহিত হইল। দেশ-বিদেশে ভ্রমণের ও নুতন দেশ আবিষ্কার করিবার আকাঙ্ক্ষ। তখন তাহার মনে প্রবল হইয়া উঠিল। "দেশ-ভ্রমণের আকাজক্ষা আমার অস্থি-মজ্জায় মিশান”—স্তামুয়েল নিজেই লিখিয়াছিলেন। তখনকার দিনে সিংহল দ্বীপে ইউরোপীয়দের বসবাস তত স্থাপিত হয় হয় নাই। স্যামুয়েল বেকার সপরিবারে তথায় গমন করিলেন । সিংহলের বনে শিকার করিয়া বেকার পরম মুখেই ছিলেন । হয়ত আরও অনেক বছর থাকিতেন কিন্তু হঠাৎ প্রিয় পুত্রের মরণাপন্ন অমুখের খবর পাইয়া তাড়াতাড়ি স্বদেশে ফিরিয়া অাগিলেন । পথে দুর্ঘটনাবশতঃ সমুদ্রে ডুবিয়া যাইতে যাইতে ভাগ্যক্রমে তিনি বাচিয়া যান কিন্তু তাহার ফলে প্রবল জর হয়। দীর্ঘকাল রোগভোগের পরে তিনি স্বাস্থ্য সঞ্চয়ের জন্ত সিংহলের নিউআরFfwyl (Newal a Eliya) R1-N* gttn ( zifas হন। বেকারে এ জায়গাটি খুবই ভাল লাগিল । উৰ্ব্বব ভূমি, ঘন-সবুজ বৃক্ষ বীথি, নাতিশীতোষ্ণ জলবায়ু,—এসব দেখিয়া তিনি এস্থানে একটা ইংরাজ উপনিবেশ স্থাপন করবেন, স্থির করিলেন। শরীর একটু স্বস্থ ও সবল হইয়া উঠিতেই তিনি ইংল্যাওে ফিরিয়া গেলেন এবং ১৮৪৮ খৃ: অব্দের সেপ্টেম্বর মাসে লণ্ডন ইহঁতে ছুটি ভাহকে ও সেই সঙ্গে বহুসংখ্যক অশ্ব, গাভী শূকর, কুকুর, হাস, মুরগী ইত্যাদি লহয়। ফিরিয়া আসিলেন। বে কারের মত কৰ্ম্মপটু বুদ্ধিমান লোকের পক্ষে মনের হচ্ছাকে কার্য্যে পরিণত করিয়া তোলা শক্ত কাজ নয় । সাত বৎসর পরে ভগ্ন স্বাস্থ্য লইয়। বেকার যখন পুনরায় স্বদেশে ফিরিয়া জাসেন, তখন তাহার স্থাপিত উপনিবেশের যথেষ্ট উন্নতি হইয়াছে এবং আজ তাহা একটি সমৃদ্ধ প্রদেশ । এ সমস্তই একজন সাহসী, বলিষ্টমনা ইংরাজের পরিশ্রমের ফল । এই সময় বেকারের পত্নী-বিয়োগ হয়। আকস্মিক দারুণ শোকে বেকার নিতান্ত ভল্পোৎসাহ ও भूश्मान श्ब्रl *प्फुन । c*ाक क्लजिवांद्र छछ, তিনি কিছুকাল ঘুরিয়া বেড়াইলেন ; এবং কিছুকাল পরে বলকান রেলওয়ে কোম্পানীর অধীনে ম্যানেজারের কাজ গ্রহণ করিয়া ডেনিউব (Danube) হইতে কৃষ্ণসাগর (Black Sea) পৰ্য্যস্ত বিস্তৃত রেলপথের পরিদর্শন ও তত্বাবধান করেন। এইখানে এক ব্যাপারে বেকারের অসাধারণ সহিসেব এক उंच्ण जुडेखि ना७ब्रा शञ्च । সমুদ্রে প্রবল ঝড়ের ফলে একটা জাহাজ ভগ্ন হয়। তীর হইতে ৰেকার দেখিতে পাইলেন, জলে একজন লোক বহু কষ্টে ভাসিয়া থাকিতে চেষ্ট। করিতেছে। সমুদ্রের ঢেউ তখন এত উত্তাল ֆԵ-ՀՖ