পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S BHHHBzCJSHHKSAASAASAAAS যেটা এতক্ষণ লম্বা ঘাসের উপর চার পা ছড়াইয়। আরামে ঘুমাইতেছিল— হঠাৎ জাগিয়া উঠিয়া সটান ८नासा ह३म्रा नैiएाहेज । - হাতীর দল এই चोकप्लिक दII•ोप्द्र চমকিত হইয়াৰে কারের সম্মুখের দিকে অগ্রসর नY झ३प्र" श्रब्रनिं८ग নিউয়ার সর্দার চলিতে লাগিল । বেকার তৎক্ষণাৎ দৌড়াইয়। তাছাদের যাত্রাপথ হইতে পলায়ন করিতে চাহিলেন । কিন্তু কয়েক গজ না যtছতেই তেভাগ্যবশত: অমাবার হাতীর দলের সম্মুখে পড়িষা গেলেন । একটা মস্ত বড় হাতী গেtঙ্গ তাছার দিকে আসিতে লাগিল। (পর পৃষ্ঠায় ছবি দেখ) আশ্চৰ্য্য সাহসের সচিত বেকার নিশ্চল হইয়। হাতীটার আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। আসিবামাত্রই একসঙ্গে কয়েকটা গুলি করিলেন। সৌভাগ্যবশতঃ হাতীট তৎক্ষণাৎ মরিয়া গেল। পরে কি ঘটিল সে ব্যাপারটা বেকারের নিজের ভাষায় বর্ণনা করাই ভাল :– “ङषन७ गमछ रखि-यूष आभाद्र निकै रहेड थाग्न তিনশত গজ দূরে। আমি তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে প্রাণপণ বেগে ঘোড়া ছুটিয়ে দিলাম। কয়েক মুহূর্ভের মধ্যেই আমি হাতীগুরির কাছাকাছি এসে পড়লাম। ७tनद्र cए८ण n*िाcग्न यांचांद्र छछ श्रांभि थांब्र७ ८छां८ब्र ८षाफ़1 झूपॆाणाम । ७ यन गभग्र श्राभाग्न ঘোড়াটা হঠাৎ ডিগবাজী খেয়ে পড়ে গেল। তারপর মাথায় আহত, হতবুদ্ধি আমাকে হাতীর দলের মুখে ফেলে রেখে নক্ষত্রবেগে ছুটে *iलिtग्र c*ाल । चाभांद्र জীবনের কোন আশাই ছিল না । এই বুঝি হাতীর দল আমাকে থে২লে চেপ্টা করে মেরে ফেলে। কিন্তু আশ্চর্যা, হাতীয় দল কিছুই করল না। এসব ব্যাপার দেখে বরং ভয় পেয়ে দলগুদ্ধ দ্রুত পদে পালিয়ে গেল।” আরবেরা বন্দুক দিয়া শিকার করে না, তরবাধী দ্বারা করে । ইহাতে তাহীদের অসাধারণ নিপুণতা আছে। নিজে বীর শিকারী ছিলেন, কাজেই ৰেকার আরবদের অশ্ব-বিদ্যায় পারদর্শিতা, সাহস, স্থৈর্যা, বীরত্ব অসাধারণ মিশ্রত। প্রভৃতি গুণের যথেষ্ট প্রশংসা করিতেন । বেকার যে কেবল শিকারে গিয়াই একবার অল্পের জন্ম मृङ्गाभूथ Aफुाहेग्न1 श्राजिग्राष्ट्रिप्णन, ठाह1 नप्रु । একদিন তিনি বন্দুকগুলি পরিষ্কার কবিতেছিলেন, পবিষ্কার করিবার আগে অষ্টান্ত বন্দুকগুলি প্রথমে ছুড়িয়া খালি করিয়া লইলেন। শেষের বন্দুকটার বেলায় কি তাব খেয়াল হইল একটা গাছে সেটাকে ঝুলাইয় একটা ছিপের বাটেব সাহায্যে দূর হইতে বন্দুকের ঘোড়া ধরিয়া টানিলেন। ভীষণ শব্দে বন্দুকটা ফাটিয়া চোঁচিব হইয়া গেল। ভগবান যেন সেইজন্যই বিপদ বুঝিয় তাহাকে পূৰ্ব্ব হইতেই সাবধান করিয়া দিয়াছিলেন । ৰেকার চিকিৎসা-বিস্তাও অল্পস্বল্প জানিতেন । ১৮২৩