পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুপ্রিল তত্ত্ব উপযুক্ত পরিমাণ চাউল দিবে। এইরূপে যদিও বাস্তবিক পক্ষে আমি গরুটা দিয়া তৎপরিবর্তে চাউল পাইতেছি, তবু ঐ টাকা গুলির সাহায্য ন পাইলে আমার পক্ষে চাউল সংগ্রহ করা কঠিন হইতে পারিত ; কারণ যে চাউল বিক্রয় করিবে, তাহার গরুর কোনও প্রয়োজন নাও থাকিতে পারে, স্বতরাং সে যদি গরুর পরিবর্তে চাউল দিতে অস্বীকার করে, তবে অামাকে বিফলমনোরথ হইয়া ফিরিতে হইবে। ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্যই মুদ্রার উৎপত্তি হইয়াছে এবং ইহাতে বাণিজ্যের ও সভ্যজনসাধারণের জীবনযাত্রার অত্যন্ত সুবিধা হইয়াছে, ইহাতে কোনও সন্দেহ নাই। মুদ্রার ব্যবহার না থাকিলে যে আমাদের অত্যন্ত কষ্ট পাইতে হইত, তাহ। টাকার অপর পিঠ বেশ বুঝিতে পারা যায় ; কিন্তু অতীতকালে কোন কোন সুসভ্য জাতি মুদ্রার ব্যবহার छांनिङ नl, aव* ऊाहाब्र1 जनT विनिमग्न चाब्र নিজ নিজ অভাব পূরণ করিত। প্রাচীন মিসর, বেবিলন ও এসিরিয়ায় লোকের অামাদের মত মুদ্রার ব্যবহার জানিতেন না। যদিও র্তাহারা সভ্যতার উচ্চশিখরে আরোহণ করিয়াছিলেন, তবু মুদ্র আবিষ্কার করিতে না পারায় বাণিজ্য-ক্ষেত্রে আশানুরূপ প্রসারণ লাভ করিতে পারেন নাই । প্রথম কিরূপে মুদ্রার প্রচলন হইল, তাহা জানিতে হইলে অতীতের ইতিহাস আলোচন। করিতে হইবে । বৰ্ত্তমান সময়ে বিভিন্ন দেশে নানা ধাতুর নানা রকমের মুদ্রা অপবা তৎপরিবর্কে কাগজের নোট প্রচলিত আছে । আমাদের দেশে যেমন টাকা প্রধান মুদ্রা, সেইরূপ ইংলণ্ডে পাউণ্ড, আমেরিকার যুক্তরাজ্যে ডলার, জাপানে ইয়েন এবং অন্যান্য দেশে পৃথক পৃথক মুদ্র ব্যবহৃত হইযা থাকে। এই সমস্ত প্রধান মুদ্রার সহাযক অন্যান্য মুদ্রাং প্রচলিত অাছে—যেমন সিকি, দুআনি, এক টাকার সম্মুখ পিঠ আনি, পয়স প্রভূতি। টাকা রূপার তৈয়ারী কিন্তু ইহাতে অন্যান্য জিনিসেরও কিছু খাদ থাকে। আধুলি, সিকি, ছুয়ানি রূপার ও আছে, কিন্তু কয়েক বৎসর যাবৎ নিকেলের ভৈয়ারী হইতেছে ; পয়সা এখন তামার সহিত রঙ্গমিশ্রিত ধাতু বা ব্রোঞ্জে তৈয়ার হইয়া থাকে। Sb'85