পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- -1ജ്ജt=് =് -- ংযোগ আপন। আপনি বা স্বয়ংক্রিয়ভাৰে (Automatically) *ền «tt*, stetafsso ao? কঠিন । আমরা এখন সে বিষয়ে আলোচনা করিব। পৃথিবীর সর্বত্রই এখন টেলিফোনের ব্যবহার। এই যন্ত্র প্রস্তুত করিবার কারখানা, আমেরিকা, মার্কিন মুলুক, জারমেণি, ইংল্যাও প্রভৃতি দেশে আছে। ভারতবর্ষে টেলিফোন, তৈয়ার করিবার কোন কারখানা আজ পর্য্যন্তও প্রতিষ্ঠিত श्ग्र नाई ।। 4श्छछ श्रांभाcनप्र १Iवश८ब्रव्र छछ উহা বিদেশ হইতে কিনিতে ছয় । 'টেলিফোন' সম্বন্ধে সব কথা যখন জানিতে পারিবে, তখন দেখিবে যে, যন্ত্রটি অতি সামান্ত এবং ইহাতে আনুষঙ্গিক অন্যান্ত অধিক যন্ত্রের প্রয়োজন হয় না। এই টেলিফোন যন্ত্রের আবিষ্কৰ্ত্তার নাম আলেকofst? Ist IN cost (Alexander Graham Bell ইনি একজন স্কটল্যাণ্ডবাসী সাধাবণ গৃহস্থের সন্তান। প্রথম জীবনে ইনি গ্রামা-বিদ্যালয়ের একজন সামান্য শিক্ষক ছিলেন, পরে আমেরিকায়.যাইয়া বাস করেন। আমেৰিকায় যাইয়াই নান। প্রকার গবেষণার দ্বারা গ্রাiহাম বেলের আবিষ্কৃত প্রথম টেলিফোন টেলিফোন যন্ত্র আবিষ্কার কবেন এবং ১৮৭৬ খৃষ্টাব্দে ইহার প্রচার হয়। ১৮৭৫ খৃষ্টাব্দে ইহার পেটেণ্ট (Patent) করিয়াছিলেন। তার পর ধীরে ধীরে উহা বাজারে প্রচলিত হইতে থাকে। এখানে আধুনিক টেলিফোনের একটি চিত্র দেওয়া হইল। চিত্রে দেখ, টেলিফোনের গঠন-প্রণালী অতি সহজ । একটি পাতলা ইস্পাতের চাকৃতি, তাছার পর একটি লম্ব। চুম্বক (Magnet), উহার মাথার উপর একটি চক্রাকার কাঠিম বা চরকা (Reel) বসান আছে। এই কাঠিমের উপর বৈছাতিক তার জড়ান থাকে। ইহাকে তার কুগুলি কহে । তারের দুইটি কিনারা অল্প স্থানের সহিত সংযুক্ত করায় বা রাখায় বৈদ্যুতিক-প্রবাহ যেভাবে প্রবাহিত হয়, সেই ভাবে চাকৃতির নিকটবৰ্ত্তী স্থানে চুম্বক শক্তির হ্রাস ও বৃদ্ধি হওয়ায় চাকৃতির উপর আকর্ষণ শক্তিরও হ্রাস ও বৃদ্ধি হয়, এবং চাকতিটি সেই কারণে কম্পিত হইয়া কানের নিকট শব্দ উৎপন্ন করে এবং আমরা অন্ত স্থান হইতে প্রেরিত সংবাদ শুনিতে পাই। সহজ কথায় খুব পাতলা ফিন্‌ফিনে 曆 코 T আধুনিক টেলিফোন দুইখও পাতই এই যন্ত্রেব প্রধান অঙ্গ। কি প্রকারে সংবাদ প্রেরিত হয় এবং শ্রবণ করা যায়, তাহার একটি চিত্র দেওয়া হইল । একটি কাঠমের উপর তার জড়াইবে, এবং উহার শিরদাড়িব মধ্যে কতকগুলি লোহার শিক ভরিয়া দিবে। ইহাকে “সলিনয়েড" (solenoid) * বলে এবং ইহারই উপর অঙ্গ একটি তার জড়াইলে, তাহাকে ছোটখাট ট্রান্সফরমার বলা হয়। প্রথম তারে বৈছাতিক ক্রিয় হইলে অন্তটিতেও বৈদুতিক ক্রিয়া হয় । মাইক্রোফোনে কোন প্রকার কথা কহিলে বৈছাতিক শক্তি প্রতিরোধ করিবাব ক্ষমতা হ্রাস বুদ্ধি হওয়ায় প্রধান তারে (Moin une) বৈদ্যুতিক ক্রিয়া প্রবাহিত হইয়। অন্ত স্থানে টেলিফোনে শুনিতে পাওয়া যায়। তোমরা হয়ত অনেকে টেলিফোনের খেলা থেলিযু থাকিবে । একথও স্থতাব দুই কোণে দুইটি দিয়াশলাইয়েব বাক্স সংযুক্ত করিয়া স্থতাটাকে যদি খুব টান করিয়া দিয়াশলাইয়ের বাক্সে মুখ রাখিয়া নিম্নস্থবে কথা বল, তাহা হইলে অতি দূর হইতেও তাহা বেশ স্বম্পষ্টভাবে শুনিতে পাইবে । টিনের ছোট চোঙ বা ঐন্ধপ অঙ্গ কোন চোঙের সাহায্যেও তোমরা টেলিফোন তৈয়ারী করিতে পার। মাইক্রোফোনের আবিষ্কার করেন ফিউগ (Hughs) । ১৮৭৮ খৃষ্টাব্দে প্রচলিত মাইক্রোফোনের গঠন টেলিফোনের মতন কিম্ব ইহাতে চুম্বক (Magnet) পলিনয়েডের আকার তার-কুগুলি অপেক্ষা লম্বা। -- ՖԵrC ծ