পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DDD BBBBSBBBBDD BB BBBSBBBMS যাইয়া আশ্রয় গ্রহণ করেন। এই বন্দরের নাম সেন্টজুয়ান ডে ওলোয়া (St. Juan de Ullua)। হকিনস্ স্পেনিয়ার্ডদিগকে বলিলেন যে, তাহার এখানে আসিবার কোনরূপ মন্দ অভিসন্ধি নাই ; অধিকন্তু তাহার। যদি তাহাকে খাদ্যদ্রব্যাদি দ্বার সাহায্য করে, তাহা হইলে তিনি বিশেষ উপকৃত হইবেন। হকিনস বন্দরে আশ্রয় লইবার অনতিকাল পরেই স্পেন হইতে একটি জাহাজ আসিয়া বন্দরে প্রবেশ করিল। তিনি নবাগত স্পেনি যার্ডগণের সহিত সদ্ব্যবহার করিতে চেষ্টা করিয়াছিলেন । কিন্তু স্পেনিয়ার্ডগণ সন্দেহের বশবৰ্ত্তী হইয়া তাহার জাহাজ আক্রমণ করে। এই সময় হকিনসের সঙ্গিত ফ্রান্সিস ড্রেক নামক একজন অসমসাহসী ইংরেজ নাবিক ছিলেন। হকিনস যখন পশ্চিম আফ্রিকার উপকূলে বাণিজ্য করিতেন, সেই সময়ে তাহার সহিত ফ্রান্সিস ড্রেকের পরিচয় হয়। র্তাহার তৃতীয় সমুদ্র-যাত্রায় ফ্রান্সিস ড্রেক তাহার স্বীয় জাহাজ 'জুডিথ (Judith) লইয়া হকিনসের সহগামী হইয়াছিলেন। স্পেনিয়ার্ডগণের আক্রমণে ইংরেজগণ বিশেষ সুবিধা করিতে পারিলেন না। র্তাহারা ছত্রভঙ্গ হইয়া পড়িলেন । কতক জাহাজ স্পেনিয়ার্ডদিগেৰ হাতে পড়িল, কতক সমুদ্রে নিমজ্জিত হইল এবং কতক বা গোলাবারুদের আগুনে পুড়িয়া ছাই হইয়া গেল। এই প্ৰলয় কাণ্ডের ভিতর কেবল ড্রেকের 'জুডিথ’ এবং আর একটি ছোট জাহাজ পলায়নের সুযোগে রক্ষা পাইল । অন্য জাহাজটির নাম "মিনিয়ন' (Minion)। ড্রেক্‌ ফ্লোরিডার উপকূল হইতে জাহাজ ছাড়িয়া বহুবিধ দুঃখকষ্টের ভিতর দিয়া ছয় সপ্তাহ পরে স্পেনের উপকূলে আসিয়া উপনীত হন এবং ১৫৬৮ খৃষ্টাব্দে জানুয়ারী মাসে কর্ণওয়ালের মডিণ্ট উপসাগরে পৌছেন। এই যাত্রায় আমেরিকা হইতে ফিরিবার পথে ইংরেজ নাবিকদিগকে কিরূপ দুঃখ-কষ্ট সহ করিতে হইয়াছিল, তাহার বর্ণনা প্রসঙ্গে হকিনস বলিয়াছেন—“আমাদের এই যাত্রার সমুদয় দুঃখ ও বিপদের কাহিনী সবিস্তারে বর্ণনা করিতে হইলে লেখককে আত্মোৎসর্গকারী মহাপুরুষদিগের কাৰ্য্যকলাপ বর্ণনা করিবার ধৈর্য্য এবং দুঃখীর ছঃখ হৃদয়ঙ্গম করিবার অনুভূতি লইয়া লেখনী ধারণ করিতে হইবে।” ইংরেজের এত কষ্ট সহ করিলেও তাহাদের এই বাণিজ্য-যাত্র। একেবারে ব্যর্থ হয় নাই। কারণ, এখন তাহারা বুঝিতে পারিলেন যে, নূতন জগতের বাণিজ্য-ব্যাপারে স্পেনিয়ার্ডগণ সহজে তাহাদিগকে আমল দিবে না। কাজেই, তাহাদিগকে স্পেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হইবে। ড্রেকের বর্ণিত কাহিনী শ্রবণ করিয়া ইংরেজদিগের মনে স্পেনিয়ার্ডদিগের বিরুদ্ধে এক প্রবল প্রতিহিংসা জাগিয়া উঠিল। কিন্তু প্রবলপরাক্রান্ত স্পেনের বিপক্ষতা করা ক্ষুদ্র ইংল্যাণ্ডের সাধ্য ছিল না, সেইজস্য ড়েক জলদসু্যবৃত্তি অবলম্বন করিতে মনস্থ করিলেন। ড়েক নুতন জগতে স্পেনাধিকৃত রাজ্যগুলি এবং তথায় স্পেনিয়ার্ডদিগের প্রভাব ও আধিপত্য नन्वtछ्क नदिt*ष ख्ठांड श्वांद्र छमृ श्शtद्र *द्र দুইবার আমেরিকা যাত্রা করেন। তারপর ১৫৭২ খৃষ্টাব্দে তিনি ডারিয়েন যোজকের (Isthmus of Darien) "fasts solfoভাগে স্পেনিয়ার্ডদিগকে আক্রমণ করিতে মনস্থ করিলেন। তিনি ইংলণ্ড হইতে দুইটি বড় জাহাজ এবং ছোট ছোট কতকগুলি ডিঙ্গী লষ্টয়া রওনা হইলেন। নির্দিষ্ট স্থানে পৌঁছিয়া তিনি একটি ছোট এবং হুদৃঢ় দুর্গ নিৰ্ম্মাণ করিলেন। র্তাহার। ডিঙ্গীগুলিকে ভাবী যুদ্ধের জন্য প্রস্তুত করিতে লাগিলেন। ড়েক শুনিয়াছিলেন যে,পেরুর ধনরত্নাদি বড় বড় জাহাজে (Galleon) করিয়া ডারিয়েন যোজকের পশ্চিম উপকূলে আনীত হয় এবং সেখান হইতে খচ্চর-পৃষ্ঠে যোজকের উপর দিয়া Yవనరీ