পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- rassesحه مهمةfبر বলিয়াই বোধ হইতেছিল। মুসলমান ধৰ্ম্মানুষ্ঠান সমুদয় যথারীতি সম্পন্ন করিবার পর পবিত্র কুয়াটি দেখা, ইসমাইলের মসজিদে নমাজ পড়া— गभखरे उँोशब्र ८°ब श्हेब्रा cभण । श्राध्i८त्र, वावरुप्द्र, खांबांब्र, डां८व-उत्रौष्ठ कांशंग्र७ गरन दिन्नूमांक সন্দেহ জাগে নাই যে, এ লোকটি মুসলমান নহেন। তাছারা জানিত ইহার নাম মীর্জা আবদুল্লা এল #ff (Mirza Abdullah el Bushiri) আসলে ইনি হইতেছেন রিচার্ড ফ্রান্সিস্ বাটন। उँीशब्र शृष्कर्ष ८कांन दिषर्षोौ (भूनणमामएमब्र निकहे) খৃষ্টধৰ্ম্মাবলম্বী, ইউরোপীয় পৰিত্র মক্কাতীর্থে প্রবেশ করিতে পারেন নাই। বার্টনের অসাধারণ আত্মবিশ্বাস, দুৰ্দ্দম সাহস, ও অদম্য মানলিক শক্তির পরিচয় ইহাতেই পাওয়া षष्ाि । झौवन रेि *न द्मिघ1 ख्रीषॆन निह्नं श्रद्म नि কাটাইয়াছেন। কোন প্রকারে ধরা পড়িলে মৃত্যু অৰশুম্ভাবী ছিল । সৌভাগ্যবশতঃ বাটন এতটুকু ভুলও করেন নাই—কাজেই, সেযাত্রা নিরাপদে ফিরিয়া অভ্যাসিতে পারিয়াছিলেন । মক্কাতীর্থে যাওয়ার সঙ্কল্প বাটন একদিনে করেন নাই। বার্টন চিরদিনই দুঃসাহসী ছিলেন। এরূপ বিপজ্জনক কোন কিছু করিবার আকাঙ্ক্ষা তাহার বহুকাল হইতেই ছিল এবং সেজন্য তিনি বহুদিন পূৰ্ব্ব হইতেই প্রস্তুত হইয়াছিলেন। ভারতীয় সৈন্তবিভাগে কাজ করিবার সময়ই তিনি বহু প্রাচ্য ভাষা শিখিয়াছিলেন। বাটন সম্বন্ধে একথাটি বলা থাটে যে, তিনি জীবনে একটি মুহূৰ্ত্তও বৃথা নষ্ট করেন নাই। অবসর সময় তিনি সৰ্ব্বদা জ্ঞানাতুশীলন ও ভাষা শিক্ষায় ব্যয় করিতেন । বাটন প্রায় ত্রিশটি বিভিন্ন ভাষা জানিতেন । এছাড়া বার্টনের আর একটি বিশিষ্ট গুণ ছিল, তিনি চমৎকণর ছদ্মবেশ পরিয়া আত্মগোপন করিতে পারিতেন। বার্টন দেখিতেও অনেকটা প্রাচ্যদেশীয়দের মতন ছিলেন। মক্কা যাইবার সঙ্কল্প স্থির করিয়া তিনি বহুবার প্রাচ্যদেশীয়দের মতন বেশভূষা করিয়া বাজারের লোকের ভীড়ে ঘুরিয়া বেড়াইতেন— যাহাতে সাধারণ লোকের আচারरायशब्र कथांदांसंi७iण कब्रिग्रा लिथिzउ *ांtद्रन । তাছাড়া বাটনের প্রকৃতিদত্ত গুণ ছিল—অসাধারণ আত্মগোপন করিবার ক্ষমতা । Усо о এইরূপে যথোচিত সুসজ্জিত হইয়া তিনি সেনাবাহিনী হইতে এক বছরের ছুটি লাইলেন এবং ১৮৫৩ খু: অব্দের এপ্রিল মাসে পারলিকের ছদ্মবেশে লণ্ডন ত্যাগ করিয়া আলেকজাণ্ডিয়া আসিয়া পৌছিলেন। ভবিষ্যতে কাজে লাগিবে জানিয়া তিনি চিকিৎসা ৰিস্কাও অল্পশ্বল্প শিখিয়াছিলেন। স্বয়েজে পৌঁছিয়া বাটন-আরবদেশীয় লোকের ছদ্মবেশে তিনি একদল তীর্থ-যাত্রীর সঙ্গে মদিনার উদেশে যাত্রা করিলেন। প্রথম হইতেই তাহাকে নানা কষ্ট সহিতে হইয়াছিল। প্রখর স্বৰ্য্যের তাপে দগ্ধ হইয়া যাত্রীর ভীড়ে মিশিয়া নৌকায় চড়িয়া প্রথমে বারদিন কাটিল। তারপর তিনি সেই বিপজ্জনক যাত্রাপথের নানা বিপদ এড়াইয়া মদিনা পৌছিলেন। সেইখানে লুকাইয়া মুসলমান ধৰ্ম্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের সমাধি ও মদিনা সহরের একটি ছবি জাকেন। - মদিনা হইতে মক্কা দশদিনের পথ। পথে নানাদেশীয় লোকের সহিত তীর্থযাত্রীদের ছোটখাট লড়াই হয়। তবে উঠু লুণ্ঠন ব্যতীত বিশেষ কোন ক্ষতি হয়