পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-জীৱতী বক্সা থামিয়া যাওয়ার পর এক গোয়ালিনী নদীতে জল আনিতে আসিয়া দেখিল, নদীর দুই পাড়ে তুইটি সুন্দর ছেলে কঁাদিতেছে ; দেখিয়া তাছার বড় দয়া হইল। সে নিজেও ছিল নিঃসস্তান ; কাজেই, বিধাতার দান মনে করিয়া পরম সমাদরের সহিত সে ছেলে দুইটিকে বাড়ী লইয়া গেল । [ 0 } রাজার কথা শোন । রাজা স্রোতের বেগে ভাসিতে ভাসিতে অনেক দূরে বাইয়া নদীর পাড়ে উঠিলেন। তাছার সারা শরীর ছড়িয়া গিয়াছিল। রাজা নদীর পাড়ে যেখানটায় উঠিয়াছিলেন, সেখানে দেখিলেন ভয়ানক জনতা , বহু লোকজন মিলিত হইয়া সোরগোল করিতেছে । তিনি কৌতুহলী o క్డౌన్ R స్ట్లో ఫ్గన్జీ o Ꮰ; o ..... o સ્વર - o Հ: 泷 --- 鹽 - STF - sa יסו o o To Va ס §so భొ N.

so - Վr - -سم ہے ** -------* --=23=s> - হস্তীটি তৎক্ষণাৎ তাহাকে পৃষ্ঠে তুলিয়া রাজধানীর দিকে চলিল হুইয়। জনতার এক পাশে যাইয়া চুপ করিয়া বসিয়া রছিলেন। ব্যাপারটা কি হইয়াছে জান ? সেদেশের রাজার মৃত্যু হইয়াছে। রাজ ছিলেন নিঃসন্তান। তাই রাণীম। ঘোষণা করিয়াছেন রাজহস্তী যাহাকে পিঠে তুলিয়া লইবে, সে-ই হইবে-এ রাজ্যের ब्रtछ1 ।। রাজা ছিন্নবস্ত্রে উস্কুখুগু চুলে জনতার মধ্যে বসিয়াছিলেন। তাহার গা বহিয়া ক্ষতস্থান হইতে কর ঝর করিয়া রক্ত ঝরিতেছিল। কেহই তাহার দিকে বড় একটা লক্ষ্য করে নাই। কাহার ভাগ্য খুলিবে, কে রাজা হইবে, সকলে সেই ঔৎসুক্য লইয়া প্রতীক্ষা করিতেছিল। রাজবাড়ীর হাতী দুইটি জনতার মধ্য দিয়া চলিতে লাগিল, কাহারও দিকে ফিরিয়া চাহিল না। সেই যে জীর্ণ চৗরপর রাজা বসিয়াছিলেন সেখানে আসিয়া হাতীটি উপস্থিত হইল। একটি হাতী তাহার কাছে যাইয়া, রাজার গলায় সোণার হার পরাইয়। দিল। অপর হস্তীটি তৎক্ষণাৎ তাহাকে পুষ্ঠে তুলিয়া রাজধানীর দিকে চঠিল । জনতা। তাঙ্গদের পশ্চাতে পশ্চাতে নুতন রাজার জয় । । নুতন রাজার জয়! শব্দ করিতে করিতে ছুটয়া চলিল। রাজা যেমন সিংহাসনে বসিলেন, আমনি র্তাহার শরীরের সব ব্যথা বেদন এবং ক্ষত চিহ্ন সারিয়ু। C" | | в ) বৎসরের পর বৎসর কাটে। রাজাল ছোট দুইটি ছেলে এখন বেশ বড় হইয়াছে । গোয়ালিনীকেই তাচারা দুই ভাই তাছাদের মা বলিয়া জানে। গোয়ালিনী অত্যন্ত গরীব, অতি কষ্টে তার দিন চলে। কাজেই, দুই ভাই কোথাও কোন কাজ কৰ্ম্ম জোটে কিনা, সেইজন্স বাহির হইয়া পড়িল । দৈবের ঘটনা। তাহাবা দুই ভাই এই নুতন রাজার অধীনে লিপাইনীর কাজ পাইল। এই রাজাই যে তাছাদের পিতা, সেকথা ত আর তাহারা জানে না। >>ԳՀ