পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ=ি=ী৯ সাভটি আশ্চৰ্ম্ম জিলি= দেবতার মূৰ্ত্তিটি ছিল গ্ৰীক শিল্পের অপুৰ্ব্ব নিদর্শন। হস্তিদস্তের ও সোনার নানারূপ কারুকার্য্য-শোভিত জিউস দেবতার মূৰ্ত্তি দেখিলে মানুষের মন শ্রদ্ধা ও ভক্তিতে নত হইত। জিউসের মূৰ্ত্তিটির কোন চিহ্ন আর এখন বিদ্যমান নাই। এলিসের (Elis) মুদ্রার গায়ে এই মূৰ্ত্তির খোদিত প্রতিলিপি হইতে আমরা সেকালের জিউস দেবতার মুক্তি কেমন ছিল, তাহ জানিতে পারিতেছি। ডায়েন। দেবীর মন্দির এশিয়া মাইনরেশ মধ্যে সেকালে গ্ৰীকৃদের নিৰ্ম্মিত এফিসাস (Ephesus) নামে একটি প্রাচীন নগরী ডায়েন দেবীর মন্দির विश्रभान छ्णि । द6भान नभtग्र गाठी शृफ़ि८ङ भूक्लिष्ठ সেই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ বাহির হইয়াছে। গ্ৰীকেরা যখন এফিসাস নগরীর প্রথম প্রতিষ্ঠা করেন, তখন তাহার। আৰ্ত্তিমিস (রোমকদের ডায়েন । দেবীর মূৰ্ত্তি স্থাপন কবিয়াছিলেন। উহ! পরে ডায়েনা দেবীর মন্দিরন্ধপে পরিচিত হয়। ডায়েনা দেীর মলির একটির পর একটি এই ভাবে চারিটি মন্দির বিনষ্ট হইলে পর, যে পঞ্চম মন্দিরটি নিৰ্ম্মিত হয়, তাহ ছিল শিল্প ও সৌন্দর্যো অতুলনীয় । সম্ভবতঃ ৩০০ খ্ৰীঃ পূৰ্ব্বাদে ইহা নিৰ্ম্মিত হইয়াছিল এবং ২৬২ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত এই মন্দিরটি বিদ্যমান ছিল। গথেরা এই মন্দির ধ্বংস করে। ব্রিটিশ মিউজিয়ামে ডায়েনা দেবীর মন্দিরের একটি স্তস্তের ভগ্নাবশেষ বিদ্যমান আছে । হালিকারনে শাসের সমাধি-মন্দির সেকালে এশিয়া মাইনরেব অশুভূত কারিয়া (cano) রাজ্যের রাজা ছিলেন মেগেলাস (Mausolus । খ্ৰী: পৰ্ব্বাদ চতীয় শতাব্দীতে হালিকাৰ্ণেশালের মেসোলাল মেসোলাসের মৃত্যুর পর তাহার পতিব্ৰতা পত্নী রাজার সমাধির উপর যে মন্দির নিৰ্ম্মাণ করেন, তাহা ভাস্কর শিল্পের দিক দিয়া অপূৰ্ব্ব সুন্দর বলিয়। বিবেচিত হইত। গ্ৰীক নৃপতির ঐ সলাধি-মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন। খুব সম্ভল, ইহা তৃতীয় খ্ৰী: পূৰ্ব্বাদে নিৰ্ম্মিত হইয়াছিল। এই মন্দিরের অষ্টকোণাকৃতি চুড়ার উপর ছিল চার ঘোড়ার একটা Sసెను