পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ہممممم ۔ (fsis-stanse۔ ‘গরলেখ’বাসী বৃদ্ধ তরুণ অমর হতে কি চাও ! কিংবদন্তী-কীৰ্ত্তিত যদি হ’বে তবে প্রাণ দাও। স্বদেশ, জীবন, গৌরব তরে সম্মুখে ছুটে যাও, ভুলোনা স্বদেশে, সত্যে ও ভগবানে । ভে=মাক মাস্থল পাশে কৃপাণ হস্তে নৃপতি কৃষ্টিয়ান কুণ্ডলারিত ধূম্রকুহেলি মাঝে দণ্ডায়মান। ঘুর্ণায়মান অসির ঝিলিক খেলে আরাতির শিবে, সেই কুয়াশায় শত্র-তরণী ভূবিল সিন্ধুনীরে। ‘কর পলায়ন কর পলায়ন’ ওঠে রব চারিধারে, ডেনমার্কের কৃষ্টিয়ানেরে কে বল রোধিতে পারে ? ঝঞ্জাবাত্যা ওই পড়ে ভেঙে শোন নিলসজুয়েল । মাহে লখণ এসেছে এখন সাপে লযে উদ্বেল । রক্তপতাকা তামনি করে সে উডডীন অঙ্গ র - আচত শত্ৰ আৰ্বনিনাদে গৃদ্ধ গগন ভবে। ডেনমার্কের রুদ্র প্রতাপ সচিবে সাপা ক’ব ? পলায়নপর বিজিত শত্রু নাহি পায় নিস্তার | --- তে মেরুসিন্ধু, ভ্ৰকুটিকুটিল তব আকাশের পারে অপসারি’ মেঘ উইসেল, গিরি ওই দেখ উকি মারে। তোমারি লাগিয়া যত বীর-হিয়া সমর দপে জাগে, তোমার অতলে শত্র সদলে সিন্ধু-সমাধি মাগে । নাই আশা আর ‘পালাও’ ‘পালাও ফুকাবে বিজিত অরি, ডেনমার্ক হ’তে কেন্‌স্কিয়ল্ড স্থাকে,-দাও দূর করি। ডেনদের খ্যাতি প্রতাপের পথ তুমি অবৰোধ-হারা, ওষ্ট কালো জলে লহু তাহাদেরে টলে নাই কৰ্ভু যারা, ভীষণ মরণ সম্মুখে, ঘোর বিপদের মাঝখানে তোমারি মতন ঝঞ্জারে যারা তুচ্ছ করিতে জানে। তোমার নিবিড় বাহুবন্ধনে ডুবিব গহনতলে, আমার রুধিব সমর-বিজয়ে:মিশুক তোমার জলে । --- వనbr