পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি ও কেন ? কাঠ জলে ভাসে কেন ? তোমাদের মধো যারা বিদ্যালয়ে সামান্ত কিছু বিজ্ঞানের চর্চা করে তারা এ কথা শুনে একটুও ভড়কে যাবে না । পব মুহূৰ্বেই বেশ নি:সংশয়ে বলে উঠবে যে, কাঠের “আপেক্ষিক গুরুত্ব" জলেৰ "আপেক্ষিক গুরুত্বের" চেয়ে বেশী, তাই কাঠ জলে ভাগে । গানিকটা জল নাও, আর ঠিক সেই আখতনের যে কোনও একট। জিনিষ নাও । জল অব জিনিষটাকে ওজন কর । জিনিষটার ওজন আল জলটার ওজনের যে অনুপাত তাই হ’ল জিনিষটাব “আপেক্ষিক গুরুত্ব ।” এই কথাটাকে আরও সোজা করে বললে এই দাড়ায় যে সম আয়তনের দুটো জিনিষের মধ্যে যেটা বেণী ভারী, তার “আপেক্ষিক গুরুত্ব”ও বেশী। যে জিনিষের ভার যত বেশী, তার ওপর পুথিবীর আকর্ষণও তত প্রবল। তাই সে যতদূর সম্ভব নীচে নেমে পৃথিবীব নিকটস্থ হতে চায়। জলের চেয়ে লোহার গুরুত্ব বেশী, তাই লোহা জলের নীচে চলে যায় ; অপর পক্ষে কাঠের গুরুত্ব কম, তাই তাকে ওপরেই ভেসে থাকতে হয়। উত্তর যে ঠিক, তাতে কোনও সন্দেহ নাই, কিন্তু একটা কথা ভেবে দেখলে ব্যাপারটা তেমন সোজা মনে হয় না। জল আর কাঠ কি দিয়ে তৈরী, তা ভেবে দেখা যাক। জলের কণা তৈরী হয়েছে হাইড্রোজনের দুটো অণু(atom) আর অক্সিজেনের I \ ৯ পৃষ্ঠার পর o ZSEయ్కా একটা অণুল (atotn) পরম্পরের সংযোগের ফলে। হাইড্রোজনের অণুর ওজন ধরা যাক এক", তা হলে অক্সিজেনের অণুব ওজন হলে ১৬। অতএব দুটো হাইড্রোজেন ও একটা অক্সিজেন মিলে নে ****! (water molecule) তৈরী হয়েছে, তার ওজন হবে ১৮। এই জলকণাট তিনটে জিনিষ দিয়ে তৈরী, তাই গড়পড়তা (average জলের ওজন বলা যেতে পারে ১৮ - ৩ - ৬ । এইবার কাঠের কথা ভেবে দেখা যাক । কাঠের প্রধান উপাদান হল অঙ্গার ((arbon)। আর যা যা জিনিষ তাতে আছে, তাকে আমাদের না ধরলেও খুব ক্ষতি হবে না। এই অঙ্গারের average বা আগের মত গড়পড়তা অঙ্গার-কণার (Carbon atom) ওজন হয় ১২ । অতএব হিসাব করে দেখতে পাওয়া গেল যে, কাঠের ওজন জলের ওজনের প্রায় দুই গুণ হওয়া উচিত। উচিত হলেও বাস্তবিক তত হয় না। অতএব কেন হয় না, এই হল আমাদের সত্যিকারের সমস্ত। এব উত্তর দিতে হ’লে গাছ কেমন ভাবে কাঠকে নিজের মধ্যে তৈরী করে, তা ভেবে দেখতে হয়। কিন্তু তা বলবার আগে আর একটা খুব সাধারণ জিনিষ তোমাদের বলে নিই। কাঠ জলের চেয়ে যে বেশ ভারী, তা তোমরা জান। না জানলেও এক টুকরো কাঠ জলের মধ্যে ফেলে দেখতে পার- টপ করে ডুবে যাবে। কিন্তু একটা ছিপি-অণটা কাচের শিশিনাও।