পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমর-জীবন সমান।”—তোমার যে বিত্ত-ধন, তাহা যে আমার কাছে মৃত্তিক সমান। তুকা আশা করে, তুমি হরির ( ঈশ্বরেব ) দাস হও । গল্প আছে যে, তুকারাম যখন কোন রূপেই শিবাজীর সঙ্গে দেখা করিতে গেলেন না, তখন স্বয়ং ছত্রপতিরাজ তুকারামকে দর্শন করিতে আসিলেন। শিবাজী তুকারামের ভক্তি, ত্যাগ এবং সাধুত দেখিয়া একেবারে মুগ্ধ হইবা গেলেন। তিনি তুকাবামের প্রতি এতদূৰ অম্বুবাগ হইয়া পড়িলেন যে, কোথায় বহিল তাহার বাজধৰ্ম্ম । কোথায় বা রছিল তাহার যুদ্ধ-বিগ্ৰছ ! তিনি নিজ রাজকাৰ্য্য পবিত্যাগ করিখা তুকাবামেব সহিত ভজন ও কীৰ্ত্তন করিতে লাগিলেন। ইহ দেখিধা শিবাজীব মাত জিঞ্জাবাঈ তুকাবমেব নিকট আসিলেন এবং যাহাতে শিবাজী রাজকায্যে মনোনিবেশ কবেন, সেজন্য অতুবোধ কবিলেন। তখন তুকাবাম শিবাজীকে উপদেশ দিলেন—আমি ভক্তি পথের পথিক, তুমি বাজ, তোমাব পক্ষে কৰ্ম্মই শ্রেশ: ! তুমি কৰ্ম্মযোগী হইবে, অতএব তুমি রাজধানীতে ফিরিস যাইয়া রাজকাৰ্য্য কব । শিবাজী বাইবার সময তুকাবামকে জিজ্ঞাসা কবিলেণ—প্ৰভু ! আমি কাহাকে গুরু কবিব এবং কাহাব উপদেশ মত চলিব, এ বিষয়ে উপদেশ দিন । তখন তুকাবাম বলিলেন— রায় ছত্রপতি শী কাবে বচন রামদাসী ধান লাবাবেগী । রামদাস স্বামী সোয়ার সজ্জন তাসী তুন মন অপ। বাপ৷ ধকনকে। জাস আমুচী ভূপালা রামদ।সী ডোলালাবা বেগী শরণ অসালে রামদাস লাগী" নমন সাষ্ট'গী ঘালা ত্যাদী। হে ছত্রপতি রাজা, শুন ( অীমার ) বচন, রামদাসে ধ্যান লাগাও। ब्र॥भमान पाभौ cठाभtत्र भिज ७ मव्छन, टैtश८क छूनि নমস্কার অর্পণ কর ( হে ) বাপ । ধরন আমার অাশা হে ভূপাল, রামদাসের প্রতি (নিজ) চক্ষু (মন) লীগাও । শরণ লও রামদাস স্বামীর, উtহাকে সাষ্টঙ্গে নমস্কার কর । [ প্রবাসী-৩২২ পৃষ্ঠা, তৃতীয় ভাগ ১৩১• ] শিবাজী তুকারামের উপদেশ অনুসারে রামদাস স্বামীকে নিজ গুরুবরণ করিলেন। তুকারাম একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি যে ছন্দে কবিতা রচনা করিয়াছিলেন, তাহার নাম "আভঙ্গ’ । খ্ৰীষ্টাব্দে তুকারামের भूष्ट्रJ ९ग । >もQ。 রামদাস স্বামী বসিয়া প্রভাতকালে, সেতারার দুর্গভালে, শিবাজী হেবিলা একদিন— রামদাস, গুরু তব, ভিক্ষা মাগি দ্বার স্বার ফিরিছেন যেন অম্লছান। ইত্যাদি। বিশ্ব-কবি রবীন্দ্রনাথেব লিখিত 'প্রতিনিধি’ নামক এই কবিতাটি তোমরা অনেকেই পড়িয়া থাকিবে । শিবাজীর গুরু সেই লামদাসের কথাই এখানে বলিতেছি । হায়দরাবাদ বাজ্য হইতে প্রায় পনের মাইল দূরে পাতুর নামক রেল-ষ্টেশনের কাছে জাম্ব זי5It אין הס (Jamb) গ্রাম অবস্থিত। জাম্ব গ্রামটি বেশ সুন্দর, চারিদিকের শস্ত-স্যামল ক্ষেত্রসমূহের মধ্যে ইহার অবস্থান। এই জাম্ব গ্রামে ১৬০৮ খৃষ্টাব্দে রামদাসের জন্ম হয়। ইনি জাতিতে ব্ৰাহ্মণ ছিলেন। রামদাসের পূর্বপুরুষ কৃষ্ণজী যোশার নামে একজন ব্রাহ্মণ ৯১০ খ্ৰীষ্টাব্দে বিদারে বাস করিতেন। র্তাহার বংশধরেরা পরে জাম্ব গ্রামে আসিয়া বাস করিতে থাকেন । রামদাসের পিতা স্বৰ্য্যাজীপস্ত কৃষ্ণজী হইতে বাইশ পুরুষ। রামদাসের পিতা স্বৰ্য্যাজীপস্ত ১৫৬৮ খ্ৰীষ্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন। গল্প আছে যে, স্বৰ্য্যাজীপস্ত নিঃসন্তান ছিলেন বলিয়া নানারূপ পূজা ও উপাসনা করিতেন। ২১১৭