পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী অবশেষে স্বৰ্য্যদেবের তপস্ত করার ফলে রামদাস জন্মগ্রহণ করেন। রামদাসের মাতা রাণুবাঈ রামদাস জন্মিবার পূৰ্ব্বে নানারূপ আশ্চৰ্য্য আশ্চৰ্য্য স্বপ্ন দেখিতেন। রামদাসের জ্যেষ্ঠভ্রাত। গঙ্গাধর ১৬০৫ খ্ৰীষ্টাব্দে জন্মগ্রহণ কবেন। তাঙ্কার তিন বৎসর পরে চৈত্র মাসের ৯ই তাবিথ শুক্ল পক্ষে রামনবমীর দিনে রামদাস জন্মলাভ করেন। তাহার জন্ম শক .৫৩৩ ( ১৬০৮ খ্ৰীষ্টাব্দ ) । রামদাসের পিতামাতা এবং অন্যান্ত সকলে নারায়ণকে রামভক্ত দেখিয়া তাহার নাম “নারাযণ’ বদলাইয়া ‘রামদাস’ বাখিলেন। মছাবাষ্ট্রযদের বিশ্বাস, তিনি মারুতি অর্থাৎ কচুমানের অবতার ছিলেন । বাল্যকাল হইতেই তাহাব আশ্চৰ্য্য প্রতিভাব পরিচয় পাওয়া গিয়াছিল। অল্পদিনের মধ্যেই তিনি --- - झtश्व *rt:भद्रं वै ब्र॥भंौद्रं मन्द्रि বর্ণমালা শিখিয়া ফেলেন এবং মাত্র এগার দিনের মধ্যে হিসাব রাখিবার কৌশল আয়ত্ত করেন। সেকালে পাঠশালায় মোটামুটি যেরূপ লেখাপড় শিক্ষা দেওয়া হইত, সে সমুদয়ই তিনি শিখিয়া ফেলিয়াছিলেন। রামদাসের সমুদয় জীবনচরিত লেখকেরাই বলেন যে, বাল্যকাল হইতেই তিনি একা থাকিতে ভালবাসিতেন, এবং নির্জন স্থানে বসিয়া ঈশ্বরচিন্তা করিতেন। যেমন বয়স বাড়িতে লাগিল, তেমনি সংসারের প্রতি র্তাহার আসক্তি কমিয়া আসিল। রামদাসের বিবাহের নিমিত্ত র্তাহার পিতামাতা সমুদয় তায়োজন করিয়াছিলেন, কিন্তু তিনি বিবাহ করিবেন না-এই সঙ্কল্প করিয়া বাডি হইতে পলায়ন করিলেন। এ সময়ে রামদাসেব বয়স ছিল মাত্র বার বৎসর। একবস্ত্রে বালক বামদাস জাম্ব গ্রাম হইতে পঞ্চবটী বা নাসিকে আসিলেন। সস্তৰত: এইখানে তাহাব সহিত একদল তীর্থযাত্রী সন্ন্যাসীর সাক্ষাৎ হইয়াছিল। কিছুদিন তিনি নাসিকে থাকিয়া পরে সাতারবি নিকট চাফল নানক স্থানে আসিযা বাস করেন। তাছাব অধিকাংশ সময় তীর্থ পৰ্য্যটনে কাটিয়া যাইত। আমবা র্তাহাব ও তাহার শিষ্যদেব বচিত ‘অভঙ্গ’ হইতে জানিতে পারি যে, তিনি কাশী, গোকুল, মথুরা, দ্বাবক, শ্ৰীনগর, বদ্রিনারায়ণ, কেদারেশ্বল, হিমালয পঞ্চত, জগন্নাথ, দক্ষিণভারত, বামেশ্বব, লঙ্কা, গোকর্ণ মহাবালেশ্বর, ত্রিম্বকেশ্বর ইত্যাদি নানা প্রসিদ্ধ তীর্থস্থান পৰ্য্যটন করেন। চৌদ্দটি অভঙ্গে রচিত রামদাসেব একটি কবিতা হইতে আমরা তাহার ভ্রমণ-বৃত্তাস্ত সম্বন্ধে অনেক কথা জানিতে পারি। আনুমানিক ১৬৪৪ খ্ৰীষ্টাব্দে রামদাস মহারাষ্ট্র দেশে ফিরিযা আসেন। তিনি আর জন্মভূমি জাম্ব গ্রামে গেলেন না, সাতারার নিকট চাফল নামক স্থানে আসিয়া বাস কলিতে লাগিলেন। এই স্থানটি শোভা ও সৌন্দর্য্যে পরম রমণীয়—বর্ষার সময় নদী কুলে কৃলে জল পৰিবেশন করিয়া বেগে ছুটিয়া চলে, আব পাহাডগুলি তাছাদের হামল শোভায় সজ্জিত হইয়া চোখের সম্মুখে এক স্বপ্ররাজ্য আনিয়া দেয়। এইরূপে মুন্দর প্রাকৃতিক শোভা-সম্পদপূর্ণ স্থানে তিনি বাস করিতে লাগিলেন। ১৬৪৮ খ্ৰীষ্টাব্দে রামদাস এখানে রাম ও মারুতির মন্দির প্রতিষ্ঠা কবেন। গল্প আছে যে, রাম এবং পাৰ্ব্বতীর মূৰ্ত্তি দুইটি তিনি কৃষ্ণানদীর মধ্যে পাইয়াছিলেন। এ বিষয়ে সকলে একমত নহেন। রামদাসের কার্য্য করিবার শক্তি ছিল আসাধারণ। তিনি প্রায় চল্লিশটি মঠ স্থাপন করিয়া R ) ) r