পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- অলিভার যদি দুষ্টামি করিস তো এই পিস্তলেব গুলি মারিয৷ তোর মাথার খুলি উড়াইয়। দিব !” বেচারী অলিভার তো তাহাদেব কথা শুনিয়া বলির পাঠার মত কঁাপিতে কঁাপিতে ঘরের ভিতবে অগ্রসব হইতে লাগিল। কিন্তু বিল সাইক্স হঠাৎ সিড়ির কাছে একটা আলো নড়িতে দেখিয়া বুঝিল যে, তাহাদের সাড়া পাইয়া সেই বাড়ীর কোনও লোক সিডি দিয়া উঠিতেছে। সেই জঙ্ক বিল্‌ বলিযা উঠিল, “এই ফেব্ৰু ফেব্ৰু!” অলিভার ইছাতে এমনই ঘাবড়াইয়া গেল যে, তাহাব হাতের আলোট মাটিতে পণ্ডিযা চুবমাব হইযা গেল। পরমুহূর্তেই সেই বাড়ীব দুইজন লোক আলো লইয়। সিডি দিয়া উপবে উঠিয়া আসিল আর দুম করিয়া একট। গুলি কপিল। গুলিটা অলিভালের হাতে লাগিল, সে ধপ, কবিঘা মাটিতে পড়িষা গেল। বন্দুকের ধোযাট একটু পবিস্কাল চাইতেই বিল সাইক্স জানালাল আডাল হইতে উকি মারিসা দেখিল যে, অলিভার মেঝের উপরে লুটাই যা পডিযাছে, অব লোক দুটা আরও লোকজন ডাকিবার জন্য নীচে নামিয়া যাইতেছে । স্তযোগ বুঝিখা বিল সাইক্স চট করিয়া ঘরে ঢুকিয়া অলিভাবকে কাধে লইয়া বাছিব হইয়া পডিল। তাছার পল দেয়াল বাহ্যিা নীচে নামিয় পড়িল। অলিভাবেব ছাত হইতে ভীষণ বক্ত পড়িতেছিল। সেইজন্স রুমাল দিয়া সেখানে খুব কলিয়া একটা বাধন দিয়া তাহারা অন্ধকাবে গা ঢাকা দিয়া সেখান হইতে পালাইতে লাগিল। কিন্তু ততক্ষণে সেই বাউীব সমস্ত লোক তাছাদের পিছু পিছু তাড কলিয়াছে। বিল সাইক্স্ ও তাচার বন্ধট দেখিল যে, অলিভারকে লইয়া ছুটিতে তাহদেব ভীষণ আহুবিধা হইতেছে । ঐ ভাবে চলিলে তাহীদের ধরা পড়িতে বিলম্ব হইবে না। সেইজষ্ঠ অলিভারকে একটা খানার মধ্যে ফেলিয়া দিয়া তবে তাহারা পালাইয বাচিল । বেচারী অলিভার কিন্তু সারাবাত অজ্ঞান হইয়া সেই থানার ভিতরেই পণ্ডিয়া রহিল। পরদিন সকালে যখন তাহার জ্ঞান হইল, তখন সে দেখিল যে, তাহার হাতের গুলি লাগ জায়গাটায় অসহ বেদন, আর সেই রুমালটা রক্তে ভিজিয়া একেবারে লাল হইয়া উঠিয়াছে। সে ভাবিল যে, সে যদি ঐ খানার মধ্যে আর কিছুক্ষণ থাকে, তাহ হইলে যন্ত্রণায় ও শীতে তাহার মৃত্যু হইবে। সুতরাং কোথাও গিয়া আশ্রয় লওয়া তাহার নিতান্ত প্রয়োজন। কিন্তু কোথায আশ্ৰয় লইবে ? যে বাড়ীতে তাহারা চুরি কবিতে গিয়াছিল কাছাকাছির মধ্যে কেবল সেই বাড়ীটাই। বেশীদূর হাটবার ক্ষমতা তাহার হইবে না বুঝিয়া সে সেই বাড়ীটার = “এই যে চোরট। অtসিয়াছে।" দিকেই টলিতে টলিতে বওনা হইল। বাড়ীটীর সামনে গিয়া দরজায় ধাক্কা দিয়া অলিভার তখনই মূৰ্ছিত হইয়া পড়িয়া গেল। বাড়ীব ভিতরের লোকেরা তখন গেরের গল্পেই মাতিয়া ছিলেন। র্তাহীদের গল্পে বাধা পড়াতে র্তাহার একটু বিরক্ত হইয়। দরজা খুলিয়া যাহা দেখিলেন, তাহাতে সবাই २*२० F. 7