পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালো, সেক্সপিয়র ও বেন জনসন, লেখাপড়া ছাড়িয়া দিয়া পিতাকে সাহায্য করিবার জন্য কাজে ঢুকিতে হয়। আঠার বৎসর বয়সে সেক্সপিয়র অ্যান zie etazar (Ann Hathway) fosfe করেন। তাহার স্ত্রী তাহার চেয়ে আট বৎসরের বড় ছিলেন । বিবাহের পর বৎসর তার জ্যেষ্ঠ কন্যা মুজোনার ( Susona ) জন্ম হয় ! তিন বৎসর পর তাতাদের zraznĘ ( Hamnet) e Efg", (Judith) নামে দুইট যমজ সন্তান জন্মগ্র হণ করে । ইহার পর সাত বৎসব সেক্সপিয়র কি ভাবে কাটাইয়াছিলেন, সে বিষয় পবিস্কাৰ ভাবে কিছুই জানা যায় নাই। কিংবদষ্ঠা আছে সেক্সপিয়রের বাস গৃহ–ষ্ট্রI"ফোর্ড-অন-এভন্‌ যে, তিনি স্যার টমাস লুসির ( sir Thomas Lucy ) atolia os go হরিণ চুরি করেন এবং জেলে যাওয়ার ভয়ে লণ্ডনে পলাইয়া যান। কিন্তু এই গল্প কোন মতেই বিশ্বাস করা যায় না। খুব সম্ভবতঃ সেক্সপিয়র তাহার ক্রমবৰ্দ্ধমান পরিবারের অন্নবস্ত্র সংস্থানের চেষ্টায় লণ্ডন সহরে চলিয়া গিয়াছিলেন। ১৫৯২ খৃষ্টাব্দে আবার আমরা সেক্সপিয়রের কথা শুনিতে পাই । রবার্ট গ্রীন (Robert Greene ) đề xing# g#s= ভূইফোড় Goio ( upstart crow ) উল্লেখ করেন। এই ভূইফোড় লেখকটাই যে সেক্সপিয়র—এ কথা বিশ্বাস করিবার অনেক কারণ আছে। তাহার এইরূপ পবিত্র টিনিটি গীর্জ-স্ট্র্যাটফোর্ড-অন-এভন হইতে ইহাই প্রতীয়মান হয় যে, সেক্সপিয়র তখন নাট্যকার হিসাবে দিন সমালোচনা দিন জনপ্রিয় হইয়া উঠিতেছিলেন। ১৫৯৩ খৃষ্টাব্দে 'ভেনাস ও অ্যাডোনিস (Venus and Adonis ) Fitz", štztą একটী কবিতার বই প্রকাশিত হয়। বইখানি তিনি আল অফ সাদামটনের ( Earl of Southampton ) RTIR Gs Hf + fg;siছিলেন। আল ইহাতে সন্তুষ্ট হইয়া তাহাকে ১, ৩০ হাজার পাউণ্ড দান করেন। বোধ হয় এই অর্থ সাহায্য পাইয়াই সেক্সপিয়রের বাসগৃহ ও বাগান— ষ্ট্র্যাটুফোর্ড-অন-এভন্‌ তিনি ১৫৯৭ খৃষ্টাব্দে ষ্ট্রাটফোর্ডের সবচেয়ে সুন্দর স্থান ‘নিউ প্লেস' (New Place) ২১৩৫