পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী --------- ক্রয় করেন। এই সময় হইতে ১৬১৬ খৃষ্টাব্দ অবধি সেক্সপিয়র খুব সম্ভবত: লণ্ডনেই বাস করিয়াছিলেন। মাঝে মাঝে ষ্ট্র্যাটফোর্ডে যাইয়া স্ত্রীপুত্র-কন্যাদের সঙ্গে থাকিয়া আসিয়াছেন । কিন্তু মৃত্যুকালে তিনি ষ্ট্র্যাটফোর্ডেই বাস করিয়াছিলেন। ১৬১৮ খৃষ্টাব্দে ৬২ বৎসব বয়সে সৰ্ব্বশ্রেষ্ঠ ইংরেজ কবি ও নাট্যকার সেক্সপিয়র পরলোক গমন করেন এবং ষ্ট্রার্টুফোর্ডেব গির্জায় ভাবে পরিলক্ষিত হয়। ‘কমেডি অব &RT (Comedy of errors), “fis, stata alătii gla (Mid-Summer night's dream ), 'offie offs ofaro' (Romeo and Juliet), “so রিচার্ড ( Richard IT ), 'তৃতীয় রিচার্ড' ( Richard III) 2*;fè aë *■** রচনা ৷ - দ্বিতীয় যুগের নাটকগুলি রসম্বষ্ট্রির দিক্‌ o o | | | . o ষ্ট্র্যাটফোর্ড-অন-এভণেব গীর্জা ও নদীর দৃs তাহাকে সমাহিত করা হয়। তাহার সমাধির গায়ে খোদিত আছে-- Good frend for Iesys sake forbeare To digg the dyst encloased here. Blese be ye man yt spares thes stones And cvrst be he yt moves my bones, সেক্সপিয়র-নাট্যরচনার কালকে চারিটা ভাগে ভাগ করা যায়। প্রথম যুগের নাটকে প্রেম ও কল্পনার প্রাচুর্য্য বিশেষ تمسمسم ممام محمسمحمحم حمحم وان لا يب হইতে যথেষ্ট উন্নত হইয়াছে। তিনি শুধু ভাষার কারুকার্য্য, প্রেম ও কল্পনার উচ্ছ্বাস করিয়া ক্ষান্ত হন নাই—তিনি এবার বাস্তব জগতে অনেক দূর নামিয়া আসিয়াছেন। মনোবৃত্তি বিশ্লেষণের সূক্ষ্মদৃষ্টি তাহার এ যুগের নাটকগুলিকে সমৃদ্ধ করিয়াছে। ‘অ্যাজ ইউ লাইক্‌ ইট্‌ (As you like it ), “itzsä অব, ভেনিস' (Merchant of Venice), so or -- - - -


ik