পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধীবর ও দৈত্য মেঘ-গর্জনের মত গভীর স্বরে কহিল—ওরে ধীবর, তুই কি ভাবে মরিতে চাস বল। জনিস আমি সম্রাট সলোমানের আদেশ অমান্ত করিবার দরুণ তিনি আমাকে এই তামাব কলসীর ভিতর বন্দী করিয়া জলের ভিতর ফেলিয়া দিয়াছিলেন ! আমি শত শত বৎসব যাবৎ সমুদ্রের অতল তলে এইরূপ বন্দী অবস্থায় পড়িয়াছিলাম। আমি তখন প্রতিজ্ঞ করিয়াছিলাম যে, একশো বছরেব আগে যে ব্যক্তি আমাকে মুক্ত করিবে, তাছাকে আমি অতুল ঐশ্বৰ্য্যের অধিপতি করিয়া দিব। একশো বছর চলিয়া গেল, কেছ আমাকে মুক্ত করিল না। পবে পণ করিলাম—দু’শো বছর পূর্ণ না হইতে যদি কেই তাহার মাথায় এক বুদ্ধি খুলিয়া গেল। বিপদে পড়িলে অনেকের মাথায়ই নানারূপ বুদ্ধি আসে। ধীবর কহিল-ওহে দৈত্য ! আমার কোন মতেই বিশ্বাস হয় না যে, তুমি এই কলসীটার ভিতর ছিলে। তোমার এত বড় বিরাট শরীরের সামান্ত একটা পাযের মধও যে এই কলসীর মধ্যে ঢুকিবে না ! দৈত্য বলিল—কি যে বলিস্ ! সত্যিই তো আমি কলসীর ভিতর ছিলাম । --ছা, ছিলে বৈ কি ! যাও তো দেপি আবার কলসীর ভিতরে ! দৈত্য গজ্জন করিয়া বলিল—নিশ্চয় পালি ! -- - - - - - == |


-- - o *** *----------- - - -- وہ -------"

- - এবার উঠল একটি তামীর কলসী আমায় মুক্ত করে, তাহা হইলে আমি তাহাকে পৃথিবীর গুপ্ত-ধনের সন্ধান বলিয়া দিব, কিন্তু কেছ আমাকে মুক্তি দিল না। তৃতীয় বার পণ করিলাম— যদি কেহ আমাকে মুক্তি দেয়, তাহা হইলে তাহাকে আমি পৃথিবীর একচ্ছত্র সম্রাট করিয়া দিব এবং আমি প্রতিদিন তাছার তিনটি ইচ্ছা পূর্ণ করিব। কিন্তু এই তিনশো বছরের মধ্যে কেহ আমাকে মুক্তি দিল না। তারপর চতুর্থ বার রাগ করিয়া প্রতিজ্ঞা করিলাম—যদি এইবার কেহ আমাকে মুক্ত করে, তাহাকে আমি মারিয়া ফেলিব। কাজে কাজেই, ওরে দুর্ভাগা বীবর, মৃত্যুর জন্ত প্রস্তুত হ’। কি ভাবে মরিতে চাস বলু। ধীবর অনেক অকুনয়-বিনয় করিয়াও দৈত্যের মনে দয়ার উদ্রেক করিতে পাবিল না। তখন —তবে যাও দেখি ! ধীবরের এই কথায় তৎক্ষণাৎ দৈত্য আবার ধোযার আকারে সেই তামার কলসীর ভিতরে গিয প্রবেশ করিল। আর যায় কোথায় ! ধীবর অমনি সীসার ঢাকনি দিয়া কলসীটার মুখ পূর্কের মত বন্ধ করিয়া लिब्ल । দৈত্য বন্দী হইয়া অনেক কাকুতি-মিনতি করিতে লাগিল, কিন্তু ধীবর কিছুতিই বিচলিত হইল না। শেষটায় দৈত্য বলিল-আমাকে মুক্ত করিয়া দেও, আমি আল্লার নামে শপথ করিতেছি যে, তোমার কোনও অনিষ্ট করিব না, বরং আমি তোমাকে অতুল ধন-সম্পদের অধিকারী করিয়া দিব । ֆ ՖBԳ