পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি ও কেন ? উইপোকারাও বৃষ্টির পূর্বাভাষ পাইলে অতি ব্যস্ত হইয়া গৃহ-সংস্কারে মনোযোগ প্রদান করে এবং মৌমাছিরা বেশি দূর উড়িবার পরিবর্তে তাছাদের চাকের কাছাকাছিই উড়িতে থাকে। বিড়ালী বুষ্টর খবর জানিয়াছে ইহাদের এই সকল লক্ষণ হইতে আসন্ন বুষ্টির পূৰ্ব্বাভাষ অতি সহজেই বুঝিতে পারা যায়। এই পৰ্য্যস্ত যাহাঁদের কথা বলিলাম, তাহারা সকলেই বৃষ্টি কখন হইবে, তাহ বেশ বুঝিতে পাবে কিন্তু ঝড় ও বজপাতেল পূৰ্ব্বাভাষ দিবার ক্ষমতা ইহাদের কাহারও নাই। কেবলমাত্র বিড়াল, কুকুব, অশ্ব ইত্যাদি জন্তুরাই ঝডের পুর্কাভাষ দিতে পারে। বিড়ালের যখন ঝড় আসিবে বলিয়া বুঝিতে পারে, তখন অসাধারণ চঞ্চল হইয়। উঠে এবং গৃহের কোণে লুকাইবার জন্ত ব্যস্ত হইয়া পড়ে । যখন ঝড় এবং বজ্রপাত আরম্ভ হয়, তখন ধরেব এক কোণে গিয়া জড়সড় হইযা বসিয়া কঁাপিতে থাকে। কুকুরেরা ঠিক ঝড়ের পূর্বাবস্থায় চক্রকারে ঘুরিয়া দৌড়াইতে থাকে এবং অস্তুত রকম অস্থিরতা প্রকাশ করে। তারপর যখন ঝড় আরম্ভ হয়, তখন প্রন্থ এবং প্রন্থ-পত্নীর পায়ের ভালবাসে ! ইহাদের এইরূপ অদ্ভুত আচরণের অর্থ হইতেছে যে, খুব সম্ভব ইহাদের পূর্বপুরুষগণ যখন বন্ত-অবস্থায় ছিল, তখন ঝড়ে বড় বড় গাছ চাপা পডিয়া মারা যাইত বলিয়া ঝড়ের আগমনের পূৰ্ব্ব হইতেই আত্মরক্ষা করিবার চেষ্টা করিত। এখন যদিও তাছার দরকার নাই, কিন্তু ইহাদের মধ্যে সেই বহু পুরাতন পূৰ্ব্বপুরুষদেব অনুভব শক্তি রহিয়া গিয়াছে । এইগানে কুকুরের ঝড়-বৃষ্টির আভাষ পূৰ্ব্ব হইতে কিরূপে পাইয়া থাকে, সে বিষযে একটি সত্য গল্প বলিতেছি । একবার পাঞ্জাবের লুধিয়ানা প্রদেশে একটি মেলা বসিষাছিল। মেলায় অনেক দূর হইতেও লোক আসিয়াছিল এবং তাহার কয়েকদিন সেখানে থাকিয়া আমোদ-প্রমোদেব পর আবার বাড়ি ফিবিয়া যাইবার জন্ত প্রস্তুত ছিল। এই সকল লোক রাতে যেখানে সেখানে গাছেল তলায় পডিয়া রাত কাটাইয়া দিত। এইরূপ একদল লোক একদিন রাত্রে একটা নিম গাছের তলায় রাত্রি কাটাইবার বন্দোবস্ত করিল। তাহারা সংখ্যায় প্রায় ১২১৪ জন ছিল এবং সেই গাছের নীচে তাহারা ছাড়া একটি কুকুরীও তাহার বাচ্চ সমেত আশ্রয় গ্রহণ করিয়াছিল। সেদিন বড় গুমোট করিয়াছিল এবং তাহবো বহুক্ষণ এপাশ ওপাশ করিবার পর সকলেই নিশ্চিন্তভাবে একে একে নিদ্রার কোলে ঢলিযা পড়িল । কুকুর চক্রাকারে ঘুরিতেছে মধ্য রাত্রে হঠাৎ কুকুরটির তারস্বরে তাহার কাছে মাথা লুকাইয়া শাস্ত হইয়া পড়িয়া থাকিতে জাগিয়া উঠিল এবং দেখিল যে কুকুরটি তাহার २S¢x