পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ושישיושי-פf*te বেড়াচ্ছে কত কত সামুদ্রিক জীব। তলায় রকম রকমের জলজ গtছ আগাছা । তোমরা যদি মাদ্রাজে যাও ত একবার দেখো । তা ছাড়া ডুবুরী জাহাজ, যা জুল ভার্ণ-এর আমলে স্বপ্নমাত্র ছিল, তা আজ সত্য হয়েছে। এমন দিন আসবে যখন লোকে টিকিট কিনে :ডুবুরী জাহাজে যাতায়াত করতে পারবে। হয়ত তোমরাই সে দিন দেখবে। তখন সমুদ্রের দৃশু আর কেতাবে বা Aquariumএ দেখতে হবে না । তোমরা নিশ্চয় জন যে, সারা পৃথিবী জুড়ে রয়েছে এক অখণ্ড মঙ্গসমুদ্র । আট ও অষ্ট্রেলিয়া ছাড়া আর ডাঙ্গা নেই বললেই হয় । এরকম ভাবে ডাঙ্গা ও জল যে কেন সাজান রয়েছে, তা বলা যায না। তবে এটা মনে রাখতে হবে যে, চিরদিন কিছু সাত ভাগের পাচ ভাগ জল ছিল না। প্রাচীনের fবশ্বাস করতেন যে, স্মৃষ্টির আদিতে সারা ভূমণ্ডল জলময় ছিল। বৈজ্ঞানিকেরাও এ কথাব প্রতিবাদ করেন নাই। পৃথিবী যে প্রারস্তে জ্বলন্ত বাষ্পম গুল ছিল এ বিষয়ে মতভেদ নেই। বাষ্প জুড়িযে জমাট বাধলে প্রথমত: তরল, জলীয় পদার্থ হবেই। তার পব আরও জুডিযে, তার ও জমাট বাপলে অখও মহাসমুদ্রের বুকে স্থলভাগের স্মৃষ্টি লাটিক, প্রশান্ত, ভারত, উত্তর, দক্ষিণ, নামে যে সব মহাসাগর ম্যাপে দেখ, তাবা পরস্পর জোড়া, অবিচ্ছিন্ন। এই যে বিশাল জলরাশি, ভূবিষ্ঠায় এর নাম দেওয়া হয়েছে Hydrosphere zi zifans= 1 st alfaমণ্ডল সলস্ত পৃথিবীর সাত ভাগের পাঁচ ভাগ। এর অধিকাংশটা রয়েছে দক্ষিণ মেরুর মহাদেশকে ঘিরে। তোমার গ্লোবটাকে একটু ভেরচ করে কেটে যদি দুই ভাগ করা যায় ত দেখবে যে, দক্ষিণ ভাগে মেরুপ্রদেশ →→→→→→→ R> &8 *ー হবে কঠিন পদাৰ্থ । এখন তোমরা যদি মনে রাখযে, আমাদের পৃথিবী সারাক্ষণ ভীষণ বেগে চরকা-পাক দিচ্ছে, তা হলেই বুঝবে যে তার জমাট বাধা ব্যাপারটা সব জায়গায় সমান ভাবে হতে পারে না। ইস্ক পের পাচের মত অসমান ভাবে জমাট বাধাই স্বাভাবিক। হয়েছিল ও তাই। এই অসমান জমাট বাধার দরুন জল-স্থলের উদ্ভব । তার পার এমন ত নয় যে, আদি যুগ থেকে জল আর ডাঙ্গা যেমনকার তেমনি রয়েছে। -