পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ń } الإن } আমাদের দেশে রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি গ্রন্থ পড ইত, গান করা হষ্টত, এ কথা বলিয়াছি। পণ্ডিয়া শোনান জিনিসটাই ছিল সে কালে চলতি, এখন হইয়াছে বসিয়া বসিয়া নিজে নিজে পড়ার রীতি। আমরা আজকাল অনেক পাঠাগার :করিয়াছি, বাড়ীতে পড়িবার জন্য লাইব্রেরীতে আসিয়া লোকে বই লইয়া যায়, কেহ কেহ সেখানে বসিয়াই পড়াশুনা করে কিন্তু একজন বসিয়া পড়িয়া শুনাইতেছে, দশজন শুনিতেছে, এরূপ বড় একটা হয় না। পশি বৎসর পূর্বেও অনেক গ্রন্থ পড়িয়া শোনান হইত, শ্রাবণ মাসে বর্ষাকালে যখন সাপের উপদ্রব হইত বেশী, তখন মা মনসার পূজা । প্রচারের চেষ্টা, চাদ সদাগরের বাণিজ্যের কথা, স্বর করিয়া পাঠক মহাশয় বিকালে গাহিয়া শোনাহঁতেন, পাড়ার প্রতিবেশীর আবালবৃদ্ধবনিতা আসিয়া সে কথা নিত্য শ্রবণ করিতেন, নিত্যই মা শুনি লে—নিয়মভঙ্গ হইলে--অমঙ্গল হইবে বলিয়া লোকের ধারণ ছিল— প্রতি চরণ পড়িয়া পাঠক भश्श्वग्न श्रृंग्रा ५ब्रिtडन–‘सग्न छग्नशै झुप्र्भ'। এইরূপ, এবার করেছি আমি দুর্গা নাম সার গো' ও আরও কত ধয়া গাওয়া হইত, প্রতি শ্লোকের শেষে। মনসামঙ্গলের মত