পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাৰুতেৰু পৰ্ব্বভ ও লালী অনেক গুলি শাখা-প্রশাখা রহিয়াছে । উত্তৰ দিকে কাবাকোরাম ও হিন্দুকুশ, এষ্ট দুইটি পৰ্ব্বতশ্রেণী যুক্তভাবে আছে। এই শ্রেণীর সহিত পশ্চিম দিকে শুলেমান ও কিরথর পর্বতশ্রেণীব যোগ আছে । পূৰ্ব্বদিকে পাটকেই পদত শ্রেণীৰ সহিত হিমালযের সংযোগ রহি যাছে । ভাৰতবর্ষেব সমতলভূমি হইতে ক্রমে ক্রমে উচ্চ চটয়া এই পর্ব ত তিনটি শ্রেণীতে বি ভক্ত তই যাছে। সীমাৰ অতি নিকটে অবস্থিত। হিমালয়ের সৰ্ব্বোচ্চ শিখরের নাম এভাবেষ্ট (Everest) সমুদ্রতটরেখা তইতে ইহার উচ্চতা ২৯.১৪১ ফিট, কাহারও কাহারও মঙ্গে ২৯,• • • ফিট। সে প্রায পাচ মাইলের ও বেশি। এই উচ্চ পৰ্ব্বত শৃঙ্গের অপর নাম গৌরীশঙ্কর । নেপালের পুর্বল প্রান্তস্থিত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হইতেছে ২৮, ১৪৬ ফিট। তোমাদেব মধ্যে যাতার দাৰ্জিলিং গিয়াছ, তাহারা কাঞ্চনজঙ্ঘা প্রথমশ্রেণী উচ্চতায় ৩,• • ০ হাজার ফিট এবং নিবিড় অবণ্যে পূর্ণ। পরেব দুষ্টটি শ্রেণী যথাক্রমে ৭,• ০০ হইতে ২০, • • • ফিট উচ্চ । ১৬,০০০ হইতে ১৯,০০০ ফিট উচ্চতার পরেই ধবল তুষাবে পৰ্ব্বঙেব মস্তক আবৃত। কারাকোরাম, হিন্দুকুশ এবং সুলেমান পৰ্ব্বত-শ্রেণী ভারতবষকে আফগানিস্তান হইতে বিভক্ত করিয়াছে। হিমালয় পৰ্ববত শ্রেণীর মধ্যে কয়েকটি উচ্চশিখর আছে। এই গুলি ভারতবর্ষের - দাজিলং হিমালয় হেলওয়ে কোম্পানীর সৌজন্তে নিশ্চযই কাঞ্চনজঙ্গা বা কিঞ্চিনজঙ্ঘা দেখিয়াছ। যেদিন আকাশ নিৰ্ম্মল থাকে সেদিন কাঞ্চনজঙ্গার তুষার-ধবল-শৃঙ্গগুলির অপুপ শোভা সকলকে মুগ্ধ করে। সূর্যোর সোনালি কিরণে কাঞ্চনজঙ্ঘাৰ শৃঙ্গগুলি ঝলমল কবিতে গাকে । নেপালের পশ্চিম দিকে ধবলগিরি। এ কয়টি ছাড়া কৈলাস, নন্দাদেবী ও নাঙ্গ পৰ্ব্বত শিখর প্রধান। কারাকোরাম পৰ্ব্বতশ্রেণীৰ সৰ্ব্বোচ্চশিখরের নাম ntsi, tseea afga (Mount Godwin २२8*