পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.. م. م. ممام محمم جيمي E3 Austin) or, ovs fift, g5 stě5 গডউইন অষ্টিন শিখরও যে খুব উচ্চ তাহ বুঝিতে পারতেছ। গডউইন অষ্টিন এই পর্বত শিখর আবিষ্কাব কবিয়াছিলেন বলিয়া তাহার নামানুযায়ী এই শিখরের নাম হইয়াছে। এভারেষ্টের স্যায উচ্চ পর্বতশৃঙ্গ পৃথিবীব কোথাও নষ্ট। তোমৰা সকলে জান যে সার্ভে বা জরিপ বিভাগেৰ পূৰ্ব্বকার বড় সাচেল স্যার জজ এভারেষ্ট নামে একজন ইউরোপীয় ভদ্রলোক এই শৃঙ্গটি আবিষ্কাৰ f_iஅ.குடிசூல் করিতে হইত। কয়েক বৎসর ধরিয়া তিনি হিমালয় পর্বত সম্বন্ধে লিবিধ গবেষণায় নিযুক্ত ছিলেন। এই কাজ করিবার সময়ই তিনি গৌরীশঙ্গব শুঙ্গের সন্ধান পান এবং একদিন হঠাৎ তাতার উপরওয়াল কৰ্ম্মচারী স্যার এগুজ ওয়ামের ঘরে প্রবেশ করিয়া উচ্চৈঃস্বরে বলিলেন—“মহাশয়, আমি পৃথিবী সৰ্ব্বোচ্চ পৰ্ব্বত শিখব আবিষ্কার করিয়াছি।" সাহেব রাধানাথ বাবুকে উৎসাহিত করি। বলিলেন,—“বেশ কথা, তাত। হইলে তুমি কাঞ্চনজঙ্ঘা করেন, সেজন্য র্তাহার নামে এই পৰ্ব্বত শৃঙ্গের নাম এভারেষ্ট হইয়াছে। কিন্তু একথাটি সত্য নহে। রাধানাথ শিকদার নামে একজন বাঙ্গালী ভদ্রলোক এই এভারেষ্ট পৰ্ব্বত চূড়৷ আবিষ্কার করিয়াছিলেন। রাধানাথ ১৮১৩ খ্ৰীষ্টাব্দে কলিকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সার্ভে আফিসে বা জরিপ বিভাগে কাৰ্য্য করিতেন। এই কাজের জন্য র্তাহার সর্বদ হিমালয়ের গভীর অরণ্যে ও দুর্গম পৰ্ব্বত-শিখরে যাতায়াত ՀՀ8ե —দাজিলিং হিমালয় রেলওয়ে কোম্পানীর সোজন্তে তাহা প্রমাণ করিয়া দেখাও।” রাধানাথবাবু অনেকদিন হইতেই এ বিষয়ের গবেষণায় নিযুক্ত ছিলেন, তিনি বেশ দক্ষতার সহিত প্রমাণ প্রয়োগ করিয়া সাহেবকে বুঝাইয়া দিলেন। রাধানাথবাবুর প্রমাণ দেখিয় সাহেব খুব সস্তুষ্ট হইলেন, এবং স্বীকার করিতে বাধ্য হইলেন যে, রাধানাথবাবুই প্রথম পৃথিবীর এই উচ্চ পৰ্ব্বত চূড় আবিষ্কার করিয়াছেন। সে সময়ে স্তার জর্জ aesto (Sir George Everest) -- · -----미