পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-hשא*efצא*f श्रांभाङ्ग मिकछैठभ (थङिदांगैौ ७ श्राभाद्र बाएँौ হইতে প্রায় পাচ দিনের পথ দূরে থাকেন। লে সময়ে কেপ কলোনির অধিৰাগীরা এইরূপভাবেই বাস করিতেন। কুক্‌ ১৪ই এপ্রিল Capetown পরিত্যাগ কৰিয়। ১৭৭১ খৃঃ অঃ ১২ই জুলাই ইংল্যাণ্ডে প্রত্যাগমন করেন। দেশে ফিরিয়া আসিয়া কুক্‌ যশের অধিকারী হইলেন। র্তাহাকে “কাপ্তেন' (Captain) উপাধিভূষণে ভূষিত করা চইল। অত:পর তিনি আরও হুইবার সামুদ্রিক অভিযান করিয়াছিলেন। দ্বিতীয় যাত্রায় দক্ষিণ বৃত্ত ( কুমেরু-বৃত্ত ) অর্থাৎ Antarctic circle of JIR" FL-IR WRI WİTl করিয়াছিলেন। কিন্তু দারুণ শীত, ঘন কুয়াসা এবং ভাসমান তুষার শিলার (Icebergs-Floating rocks) জন্য নানারূপ বাধা বিঘ্ন উপস্থিত হইয়াছিল । এ যাত্রায় তিন বৎসরে কুক্‌ প্রায় ষাট হাজার মাইল সমুদ্র-ভ্রমণ করিয়াছিলেন । ১৭৭৫ খৃঃ অঃ এই সামুদ্রিক অভিযানের পর দেশে ফিরিয়া আলিলে পর তাহাকে আরও রাজ প্রশাস্ত মহাসাগরের হাওয়াই দ্বীপের পুরুষ সম্মানে ভূষিত করা হইয়াছিল। এ সময়ে তাহার একখানি ডায়ারি বা দৈনন্দিন লিপি পুণ্ডক প্রকাশিত হইয়াছিল।


- ----- -2

কুকের প্রাণে সাগরের ডাক প্রতিনিয়ত এমন ভাবে সাড়া 1দত যে, কোন প্রকারেই তিনি দীর্ঘকাল দেশে থাকিতে পারিতেন না। ১৭৭৬ স্তাগুউইচের মুখোশ পরা মানুষ খৃঃ অঃ ১২ই জুলাই তারিখে পুনরায় সমুদ্র যাত্রা করিলেন। এইবার তিনি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবৰ্ত্তী উত্তর দিকের একটি পথ আবিষ্কার করিবার জন্য যাত্রা করিয়াছিলেন। এ যাত্রায়ও তিনি প্রশান্ত মহাসাগরের বুকে কয়েকটি দ্বীপেব সন্ধান পাইয়াছিলেন। ছাওয়াই, স্তাণ্ডউইচ দ্বীপ প্রভৃতি (Hawaiian এবং Sandwich Islands) i un WITH fɛfã সুমেরু বৃত্ত (Arctic circle) পৰ্য্যবেক্ষণ করেন । ১৭৭৮ খৃঃ অঃ নভেম্বর মাসে স্তাওউইচ দ্বীপে ফিরিয়া আসেন। তাহার পর ১৭৭৯ খৃষ্টাব্দের श्रांप्लग्नाद्रौ मांtन श७ग्राझे चैौ* श्रांविकाब्र कtद्रन। এই দ্বীপের লোকেরা বেশ শান্ত-শিষ্ট ছিল এবং কাপ্তেন কুক্‌ ও তাহার লঙ্গীদের প্রতি বেশ ভাল ব্যবস্থারই করিয়াছিল। দ্বীপের অধিবাসীরা দলে দলে হাজারে হাজারে তাছাদিগকে দেখিতে श्रानिग, प्राशरछब्र काब्रिमिक cवफ़िब्रा गाठब्राहेरठ লাগিল এবং ক্যানোতে চড়িয়া জাহাজের কাছে २२w७