পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- শিশু-জগন্নভী সাধনায় দেবী প্রীত হইয়। দর্শন দিলেন, আর ইচাইকে বর দিতে চাহিলেন, ইচাই একেবারে স্বাধীনতা চাহিলেন, অশ্বাস্ত বরে গড়ে শ্যামারূপে ভবানীকে নিত্য দেখিতে চাহিলেন, ত্রিষষ্ট্রির গড়ের নাম যেন অজয় ঢেকুর হয়,—শত্রুরা তাহাতে প্রবেশ করিবার চেষ্টা করিলেই নদীর জল যেন বাড়ে, আর শ্যামার হাতের খড়গ ভিন্ন অন্য কোনও উপায়ে যেন তাহার মৃত্যু না হয়। বর পাইয়াই ইছাই প্রবল হইয়া উঠিল,— ब्रांछांटक ८य कब्र प्रिंcङ झठेtव डाश ठाद्र তাহার খেয়াল রঙ্গিল না,—সে স্বাধীন। কর্ণসেন যখন কর চাহিয়া পাঠাইলেন, তখন তাহাকে সে দূর করিয়া দিল, পিতা সোমঘোষ পুত্রের হাতে সকল দাযিত্ব দিয়া নিশ্চিন্ত। কর্ণসেন সৈন্ত সামস্ত দিয়া তাহার ছয় ছেলেক্ষে কর আদায় করিতে পাঠাইলেন, কিন্তু ইছাই ও তাহার সেনাপতি লোহাট। সকলকে মারিয়া তাড়াইল । কর্ণসেনের ছয় ছেলে লোহাটার হাতে মারা পড়িল ! খবর পাইয়া ছেলেদের স্ত্রীরা অনুমৃত হইল, অর্থাৎ স্বামীর মৃত্যুর সংবাদ পাইয়া প্রাণত্যাগ করিল, রাণী পুত্ৰশোকে বিষ খাইলেন, আর স্ত্রী পুত্র পুত্রবধু সকল হারাইয় কর্ণসেনের মাথা খারাপ হইয়া গেল।— এই নিদারুণ বিপদের কথা শুনিয়া গৌড়ের রাজা তাহাকে ডাকাইয়া পাঠাইলেন, সভায় আদর অভ্যর্থনা করিয়া বসাইলেন, এবং পরের দিন তাহার আবার বিবাহ দিবেন এই আশ্বাসও দিলেন। ঘটনাক্রমে রাজা সেদিন অন্তঃপুরে গিয়া রাণী ভানুমতীর নিকটে এক অতি সুন্দরী কন্যা দেখিতে পান, ঙ্গিঙ্গাসা করিয়া জানিলেন সে-টা রাণীর ভগ্না नाभ ब्रछांदडौ, विवाश् इग्न नाझे । *ाऊ मशभम उग्रैौ ब्रक्षांशङीप्क दफ़ छांजवांनिएडम,-शग्नऊ বুড় কর্ণসেনের সহিত বিবাহে আপত্তি করিবে তাই রাজা তাহাকে কামরূপে যুদ্ধ করিতে পাঠাইলেন, কিন্তু ব্ৰহ্মপুত্রে তখন বিষম বান, পাত্র কয়েকদিন অপেক্ষা করিয়া ফিরিয়া আসিলেন,-ইতিমধ্যে কর্ণসেনের সহিত রঞ্জার বিবাহ হইয়া গিয়াছে এবং তাহার রাঢ়দেশে গিয়া পৌঁছিয়াছে। মহামদ সমস্ত খবর পাইয়া, রাগে আগুন হইয়। গেল,—ভগ্নীর বিবাহ দিবার তো তাহারষ্ট কথা, কিংবা পিতা বেণুয়ায়ের কথা, ཐཁ་༑ এখানে কোন অধিকার । | “রাজা সে রাজ্যের কৰ্ত্তা, জেতের সে কে " রাজাকে কিছু বলিতে ন পারিয়া" কর্ণসেনের উপর রাগ বাড়িতে লাগিল, সুবিধা পাইলেই রীতিমত শিক্ষা দিবে। এদিকে রঞ্জা বিদেশে মা বাপ ও ভাইযের সঙ্গে কুটুম্বিতা বাখিতে চায়,—স্বামীর আপত্তি সত্ত্বেও তাহাকে অনেক বলিয়া কহি যা নানারূপ ভেট দিয়া গৌড়ে পাঠাইয়া দিল । গৌড়েশ্বর মহাসমাদরে তাহাকে নিকটে বসাইলেন। পাত্রের নিকট এ দৃশ্য অসহ। সে গোপনে গৌড়েশ্বরকে বুঝাইল, যার স্ত্রী বন্ধ্য, যে অ'টকুড়ে, সে তো পুন্নামক নরকে যাইবে, তাতার সঙ্গে এক আসনে বসিলে পুণ্য নষ্ট হইয়া যাইবে যে ! কথা শুনিয়া কর্ণসেনের মাথা হেঁট হইল, রাজাও যখন আর তেমন মাদর যত্ন করিলেন না, তখন তিনি নিতান্ত অপমান বোধ করিয়া বাড়ী ফিরিয়া গেলেন, রঞ্জাকে সকল কথা বলিলেন। স্বামীর এই অপমান রঞ্জার বুকে শেলের মত বাজিল,—সে পুত্রলাভের জন্য কঠোর তপস্যা করিতে চায়, এজন্য ধৰ্ম্মের পায়ে জীবন বলি দিতেও প্রস্তুত ; শালে ভর দিয়া রঞ্জা মরিল,—তখন ধৰ্ম্ম সদয় হইয়া রঞ্জাকে দেখা দিলেন, হনুমানের পরামর্শ মতে তখন ঘোর ঝড়বৃষ্টির ব্যবস্থা করিয়াছিলেন,—আর সকলে পলাইয়া গেল, সে তিনজন সঙ্গিনী ছাড়িয়া গেল না তাহার भाग्रा निजाग्न कोडद्र । ५ग्री बन्न निएजन । - مسجم ماه همایحه حمام میه- -هم به نR