পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*--------- fعنوعی ماهt=te۹ থাকিতে পারে। অনাহারে থাকিতে থাকিতে कैंख िक्लयन:३ ८छाप्ने रुद्देब्रा आएन । श्रावात्र ভালরূপে আংরি ও বিশ্রাম পাইলে পিঠের কুঁজটি বাড়িয়া উঠে। হাসের পালকে জল লাগে না কেন ? হাসকে পালে পালে পুকুরের জলের মধ্যে ডুব দিতে কিংবা সাতরাতে তোমরা সকল সময়েই দেখিয়া থাকিৰে । কিন্তু লক্ষা করিয়াছ কি CW, হাসের পাখনায় জল গিয়া থাকে না। কেন থাকে না, ইহার অনেক কারণ আছে। একটি কারণ এই যে, হাসের গায়ের পালকগুলি এত ঘন সন্নিবিষ্ট যে, তার ভিতরকার বায়ুং সহিত কোনরূপই छtगद्र गईभिटन रुग्न नl, ५छछ छtग नाउबॉईtण কিংবা ডুবিলেও হাসের শরীর বেশ গরম ও শুদ্ধ थाप्रु । ७ सैं रुद्र३ ८ण 4tरु दाtद्र द् िझ्हेण, उारा নহে। প্রাণীবিদ্যাবিশারদেরা বলেন যে, হাসের শরীরের ল্যাজের দিকে অর্থাৎ পিছনের দিককার গঠনের মধ্যে একপ্রকার গ্রন্থি বা গও (Gland) আছে, সেই গ্রন্থি হইতে তেলের মত এক প্রকার স্নিগ্ধ পদার্থ নির্গত হইয়া হাসের পালকের উপর ছড়াইয়া পড়িয়া এমনভাবে পালকগুলি তৈলাক্ত কবিয়া পিছল করে যে, কিছুতেই জল লাগিতে পারে না। তেলে জলে কখনও মেশে না এ কথাত তোমরা জান। কাজেই স্থাস কিংবা অ স্থাক জলচর পার্থীদের পা কেব স্তরে ঐৰূপ গ্রন্থি


থাকায় এবং ঐসকল গ্রন্থি হইতে তৈলাক্ত পদার্থ বাহির হওয়ার দরুণ তাহাদের গায়ে জল লাগিতে পারে না। এ কথাটি বুঝিতেও তোমাদের কোনও অসুবিধা নাই। মেঘের উৎপত্তি কি প্রকারে হয় ? মেঘ হইতে বৃষ্টি পড়ে তাহা তোমরা জান। কিন্তু মেঘ কিলে কয়, তাছা তোমরা বোধ হয় জান না। তোমরা হয়ত দেখিয়া থাকিবে যে, যখন বাষ্পীয় পোত কিংবা এনজিন চলে, তখন তাহা হইতে বাষ্প বাহির হয়। ঐ বাষ্প উপরে গেলে ধূসব বর্ণের মেঘের মত দেখায়, অর্থাৎ তোমরা ধোয়াটে গোছ জিনিষ দেখিতে পাও । আকাশে ধূলি না থাকিলে তোমরা এই ধোয়া দেখিতে পাইবে না। বিশুদ্ধ জলীয় বাষ্প ধূলিदिशैन ६itन ऐं2िtग ट५1ग्न $क्र* {८१iप्रांद्र भड ८म९ एt१ न्,1, ** Itउ ८न १ी गाईtउtइ cए, জলীয় বাষ্পকে মেঘে পৰিণত হইতে হইলে তাছাকে ধূলি-কণার আশ্রয় গ্রহণ করিতে হয়। বায়ুতে ধূলিকণা যত অধিক থাকিবে, মেঘ তত ঘন দেখাইবে। রৌদ্রের উত্তাপে সমুদ্র এবং অন্তান্ত জলাশয়াদি হইতে জল অনবরত বাষ্পাকারে উড়িয়া যাইতেছে, সেই বাষ্প আকাশে উঠিয়া তখায় ধুলিকণা অবলম্বন কবিয়া প্রথমে মেঘে এবং অবশেষে বৃষ্টির আকারে পৃথিবীর উপব পড়ে। মেঘের উৎপত্তি ধূলিকণা আরাধিক পরিমাণে জগতের সকল স্থানেই আছে এবং লেষ্টজন্ত মেঘও সকল স্থানে রচিত হইতে পারে। কিন্তু মেঘ একস্থানে থাকে না। বাতাসের ঢেউয়ে ঢেউয়ে তাহারা এক স্থান হইতে बश्च भग्न sगिझ। गाङ्ग 4दं नानाशन टिatश्र। ર૭2br