পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

festoss-eiore" ৰীর ঠাওরাইয়া মাঝে মাঝে তিনি তাহাদের সঙ্গে যুদ্ধ করিবার উপক্রম করিতেন। তাছার মন এত কল্পনা প্রবণ হইয়া উঠিয়াছিল যে, তাহার মাথায় কেবল ঝগড়া-বিবাদ, যুদ্ধ বিগ্রহ ও পুন-জখমের চিন্তা কিলবিল করিত । তাহার বুদ্ধিশুদ্ধি এমনই লোপ পাইয়াছিল যে, একদিন তিনি স্থির করিয়া বসিলেন- বইয়েপড়া যোদ্ধাদের মত তিনিও একজন দিগ্বিজয়ী বীৰ ইষ্টবেন। আর যুদ্ধেব সাজ পোষাক পবিয়া অস্ত্ৰ-শস্ত্র হাতে করিয়া ঘোড়ায় চড়িয়া তিনি পুথিবী ভ্রমণে বাহির হইবেন । তাহার কাজ হইবে ছুষ্টের দমন ও শিষ্টের পালন । ইহাতে র্তাহার অক্ষয় কীৰ্ত্তি ও ধশের কথা সমস্ত পৃথিবীর লোকেরা নিশ্চয়ই চিরকাল মনে রাখিবে। দিগ্বিজয়ে বাহির হইবার জন্য তিনি এই বার যোগাড় যন্ত্র কবিতে আরম্ভ করিয়া দিলেন । অনেক খুজিয়া পাতিয়া একটা পুরান সিন্দুকের ভিতর হইতে তাহাব প্রপিতামহের পরণেব একটা যুদ্ধসাঞ্জ ত কোন রকমে বাহির করিলেন। তারপর ঘোড়াটির অবস্থা দেখিলার জন্ত তিনি গেলেন ডন্‌কুইক্সট, তাছার অস্তিাবলে। দিগ্বিজয়ী হুইবার আশায় তাহার মাথা এমনই ঘুরিয়া গিয়াছিল যে সেই ২ •৩২ --- হাড়-বারকর ঘোড়াটিকে দেখিয়া তিনি উহাকে আলেকজাণ্ডাবের প্লিয় ঘোড়া বিউসেফেলাসের একটা সরাইখানার সাম্নে গিয়া উপস্থিত ইষ্টলেন চেয়েও সুন্দর খোড়া বলিয়া ঠাওরাচয়াছিলেন। এত ভাল ঘোড়ার ত একটা মানান-সহ নাম চাহ ! সেহজন্য খণ্টা চাৱে ক অনেক ভাবনা-চিস্তার পর সেই রোগা ঘোড়াটার নামকরণ করিলেন বেজিনাণ্টে । আল, এক সপ্তাহ দিনরাত ৩াবিয়। নিজের নামকরণ করিলেন ডনকুইক্সট্র। দিগ্বিজয়ী বীরেব দীক্ষা fদগ্বিজয়ী বীর হইতে হইলে ত দীক্ষার প্রয়োজন । সুতরাং এইবারে তাছার মস্ত ভাবনা উপস্থিত হইল যে, তাহাকে দীক্ষা দিবে কে । তখন গ্রীষ্মকাল। একদিন সকালে তিনি তাহাব ঘোড়া রোজিনণ্টের পিঠে চড়িয়া বাড়ির খিড়কীর দরজা দিয়া মাঠের পথে ৰাছির হইয়। পড়িলেন এবং স্থির করিলেন যে, যত শীঘ্র সম্ভব তাছাকে দীক্ষা লইতেই হুইবে । প্রায় সন্ধ্যার সময়ে তিনি একটা সরাইখানার সামনে গিয়া উপস্থিত হইলেন। সরাইখানাটি দেখিয়া ডস্কুইক্সটু ঠিক করিয়া লইলেন যে, -o-o-o-o-o-o