পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-o-o-o-o-o-o-o অস্ত্রশস্ত্র পরীক্ষা করিয়া দেখিলেন এবং তারপবে র্তাহার বহুমটা ঘোড়ার আস্তাবলের দরজাব গায়ে ঠেগ দিয়া রাখিয়া ঢাল এবং তলোয়ার হাতে লইয়া র্তাহার সেই কল্পিত কেল্লাব সামনে পায়চারি করিয়া পাহারা দিতে লাগিলেন। ঐ রূপ পাহারা দিবার কাজে তিনি নিজেই নিজেকে বহাল করিয়াছিলেন। সরাইখানার মালিক বা অন্য কেহ তাহাকে কোনও অযুরোধ করেন নাই। সরাইথানার উপর হইতে তালপাতার সেপাইয়েব কাও কারখানা দেখিয়া সকলে বেশ একটু খাসিয়া লইতে লাগিলেন। ইতিমধ্যে ঘোড়ার আস্তাবল ধুইবার জন্য একজন ভিস্তি আস্তাবলের সামনে আসিয়া দেখিল যে, দরজার গায়ে ডনকুইক্সটের বল্লমট দাড় করান রহিয়াছে । দরজা খুলিবার জন্য সে যেমন বল্লমটা ছুইয়াছে, অমনি ভন্‌কুইকস হুঙ্কার করিয়া তাকাকে বল্লমটা "ষ্টতে বাবণ কবিলেন। ভিস্তিটা তাহার কথায় কান দিল না এবং টান মারিয়া বল্লমটা একপাশে ফেলিয়া দিয়া দবজা খুলিতে লাগিল। ইহাতে ডনকুইক্সট্‌ মহাশয় ত রাগিয়া একেবারে আগুন। তিনি দৌড়াইয়া বল্পমটা কুড়াইয়া লইলেন এবং বল্লমের বাটের দিকটা দিয়৷ ভিস্তির মাথায় এমন এক ঘা কৰাইয়া দিলেন যে, ভিস্তিটা উঠি পড়ি করিয়া দৌড়াইয়। তবে বাচিল, পরে আবার একটা ভিস্তি আসিয়াছিল, তাছারও ঐ একই দশা হইয়াছিল। ওদিকে তিস্তিদের ৰস্তিতে ঐ ব্যাপার লইয়া ভীষণ সোরগোল পডিয়৷ গেল। তাছারা দল বাধিয়া শোধ লইবাব জন্য সবাইখানার দিকে আসিয়া উপস্থিত ছঠল, তারপর ক্ষেপা মৌমাছির ঝাক যেমন করিয়া লোকের উপর আসিয়া পড়ে, ঠিক তেমনি ভাবে ডন কুইক্সটের উপর রাশি রাশি ইট অসিয়া পড়িতে লাগিল। সরাইখানার মালিক না থাকিলে ডন কুইক্সটু সে যাত্রা বাচিয়া ফিরিতেন কি না সন্দেছ। ठिनि यथाह रुहेब्रा मॆ कञाझा भिप्लेfहेग्रा निcणन ७द* সরাইখানার সামনে যাহাতে আর কোন ৪ দাঙ্গাহাঙ্গামা না হয় সেজন্য অনেক বুঝাইয়া-সুঝাইয়া ডনকুইক সটকে সেখান হইতে বিদায় করিয়া তৰে নিশ্বাস ফেলিয়া বঁাচিলেন । মনের মুখে শিস দিতে দিতে ডনকুষ্টক্সট ঘোড়ার পিঠে চড়িয়া এবাঙ্গে রাস্ত চলিতেছিলেন। এমন সময় তিনি দেখিলেন যে, রাস্তার ধারে শিশু-জগন্নভী → একজন চাষা একটা ছেলেকে খুব করিয়া পিটাইতেছে। উহা দেখিয়া তিনি তাহাকে যার থামাইতে বলিলেম এবং জিজ্ঞাসা করিলেন, কেন সে ছেলেটিকে মারিতেছিল। চাষাটা র্তাহার সাজ পোষাক, বল্লম ও ঢাল তলোয়ার ইত্যাদি দেখিয়া একটু ভয় পাইয়াছিল। সেইজন্ম মার থামাইয়া বলিল যে, ছেলেট রোজই ক্ষেতের কাজকৰ্ম্ম বড় ফাকি দেয়, তাই উহাকে শাস্তি দেওয়া হইতেছে। চাষার কথায় বাধা দিয়া ছেলেটা বলিয়া উঠিল, “ঐ চাষাটার কাছে আমার অনেক টাক। মাহিন পাওনা আছে। যখনই আমি আমার পাওনা মাহিন৷ চাহি, তখনই আমার ভাগো মার-ধোর জোটে।” ছেলেটিব কথা শুনিয়া গুৰু-গম্ভীল গলায় ডনকুইক্সট, চ’ৰাকে হুকুম কৰিলেন, সে যেন অবিলম্বে ছেলেটিব দিয়া দেয়। ডন কুইক্সটের হুকুম শুনিয়া চাষাট প্রতিজ্ঞা করিল, সে বাজী পৌছিxাই ছেলেটার মাছিন দিয়া দিবে। ছেলেটা কিন্তু বলিয়া উঠিল “মহাশয়, ও লোকটাকে মোটেই বিশ্বাস করিবেন না। বাড়ী পৌছিবাব আগেই ও উহার প্রতিজ্ঞ ভূলিথ। যাইলে ।” তখন ডনকুষ্ট ক্সট চাষাটাকে শাসাইয়া বলিতে লাগিল, “দেখ আমি হইতেছি লামাঞ্চা গ্রামেব নামকরা ধীর ডনকুইক্সট । সুতরাং আমার কাছে তুমি যে প্রতিজ্ঞা করিলে, তাছা মনে রাখিও, তাছা ন হইলে মজাটা টেব পাইবে । আনাল কাছে কাহারও চালাকি থাটে না ।" এই কথা কয়টি বণিয়া ডস্কুষ্টকাট, ভাবিলেন যে, চাষাটার সাধা কি--তাঙ্গার মত একজন শক্তিশালী লোকের আদেশ অমান্ত কবিয়া সে তা ছবি প্রতিজ্ঞা তুলিয়া যাঙ্কৰে । কিন্তু ডনকুইকলট, যেমনি ঘোড়া হাকাইয়। তাছার পিছন ফিরাঠলেন, চাষা 1 আবার ছেলেটিকে প্রহার করিতে আরম্ভ করিল। - এইবার রাস্তা চলিতে চলিতে ডনৃকুইকৃগট, দেখিলেন যে, একদল বণিক সেই রাস্তা দিয়া যাইতেছে। উহাদের দেখিয়া তাচার বীরত্ব জাগিয়া উঠিল । গম্ভীর গলায় তিনি তাহীদের দাড়াইবার জন্য হুকুম করিয়া বলিলেন, “তোমরা ডনৃকুইক্সটকে দিগ্বিজয়ী বীর বলিয়া স্বীকার কর কি না।” ইহাতে বণিকেরা হো হো করিয়া হাসিয়া উঠিয়া ডস্কুইক্সটের কথার পুনরুক্তি a・S8