পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* আক্রিকার ললে শিকার-- তাছাকে বলিত মৃগয়।। শিকার করিতে খুব সাহসিকতা,দক্ষতা এবং ক্ষিপ্রকারিতার প্রয়োজন। আমরা একে একে তোমাদের কাছে নানা দেশবিদেশের শিকারের গল্প বলিব । আফ্রিকার বনে ডাক্তার লিভিংষ্টোন সাহেবের সিংহ শিকার ডেভিড লিভিংtষ্টানের কথা তোমরা জান। ( শিশুভারতী - ১৩২৯ পৃষ্ঠা ) তিনি যখন দক্ষিণ আফ্রিকার মাবোংলা ( Mabota) নামক একটি সিংহের রাত্রিকালে মালিয়া গ্রামের পালিত *९ नरून cपभन श्राङ्गप्र१ कट्रेिड, ८उभनि fमtनद्र বেলাও নিৰ্ভয়ে আসিয়া পশুর পালে পড়িত। গ্রামের লোকেরা কয়েকবার সিংহ তাড়াইতে গিয়াছে কিন্তু লোকগুলি ভীরু স্বভাবের বলিয়া দূর হতেই সিংহের পাল দেখিয়া ফিরিয়া আসিয়াছে। এই গ্রামের বাক্তালা জাতীয় লোক গুলি বেচুয়ানা জাতির লোকদের সঠিত তুলনায় অত্যন্ত ভীরুস্ব ভাবের, কাজেই প্রত্যই সিংহের এইরূপ উৎপীড়ন সহা করিয়াও তাছার ইহার প্রতিকার করিতে পারে নাই। অাদি মানবের আত্মরক্ষা গ্রামে বাস করিতেছিলেন, সে সময়ে সে গ্রামের লোকেরা সিংহের আক্রমণে ভয়ানক বিপদে পড়িxtছিল। গ্রামখানি পাঠাড়ে ঘের একটি স্বন্দর হামল উপতাকার মপে অবস্থিত ছিল। এই উপত্যকার চারিদিকের পাহাড়গুলি ছিল গভীর বনে ঢাকা । কাজেই এই গ্রামের লোকদের প্রায়ই সতক থাকিঙে হইত। কেন জান ? ঐ বনে বাস করিত আফ্রিকার ভয়ানক বন্ধ হস্তী এবং আফ্রিকার হিংস্র गिरह । ২৩৮৭ সিংহের পালের মধ্যে যদি একটা সিংহকে মারিয়া ফেলা যায়, তাগ হইলে পালের অন্যান্ত সিংহ গুলি সে গ্রাম ছাডিয়া পালাইয়া যায়। দিন দিন যখন সিংহের উৎপাত ক্রমশঃই বাডিয়া চলিল, शिfest४ान नाc*२७ গ্রামের লোকদের সচিত মিলিয়া সিংহ-শিকারে চলিলেন। লিভিংষ্টোন সাহেব লিখিয়াছেন,—“আমরা গিয়৷ দেখিলাম, একটা ছোট পাহাড়ের উপর সিংহগুলি - --- →豫