পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

----ডলকুইক সঙ্গে, छफ़ कब्रिम्रा ठtशtठ श्रासन ५ब्राझेu1 नेिण । দেখিতে দেখিতে ডনকুইক্সটের চোখের সম্মুখে তাহার প্রিয় পুস্তকগুলি ভশ্বস্তুপে পরিণত रुट्टैण । তখন সকলেই বুঝিতে পারিলেন যে, সত্য সত্যই ডনকুইক্সটের মস্তিষ্ক বিকৃত হইয়াছে, এবং সেইজন্তই নানারূপ থেয়ালে মাতিয়া যেমন তিনি নিজের জীবনকে বিপন্ন করিয়াছিলেন, তেমনি করিয়াছিলেন র্তাহার একান্ত অমুগত, সরল ও নিৰ্ব্বোধ অমুচর স্তাঙ্কো পাঞ্জাকে । ঘরে যতলোক ছিলেন সকলের কাছে ডনকুইক্সট্র তাছার পাগলামির সকল কথা প্রকাশ করিতে কিছুমাত্র কুষ্ঠা বোধ করেন নাই। ডনকুইক্লটের মৃত্যু আসন্ন মনে কবিয়া একজন তাড়াতাড়ি স্যাঙ্কোকে ডাকিতে ছুটিল। সাঙ্কো আসিলে পর ডনকুইক্সট্‌ তাহার হাত ধরিয়া তাছার বুকের কাছে টানিয়া লইয়। বলিলেন, “বন্ধু । আমার নিক,দ্ধিতা ও পাগলামির ফলে তোমাকে অনেক লাঞ্ছনা ও অপমান সহা করিতে হইয়াছে। আমাকে তুমি ক্ষমা করিয়ো।" চোখের জলে দুইজনেরই বুক ভাসিয়। যাইতে লাগিল । অঙ্ক যে সমস্ত লোক ডনকুইক্সটুকে -o-o-o-o-o-o দেখিতে আলিয়াছিলেন, তাছাদের কাছেও ডনকুক্সট বলিলেন—“আমি অবশ্য একদিন *ाश्रण झिग:म । किरु षाण श्रामि श्रांभांद्र বুদ্ধি-শুদ্ধি ফিরিয়া পাইয়াছি। এখন আমি আর লা মাঞ্চার ডস্কুইক্সট, নহি-আমি সেই বহুদিন আগেকার কুইক্সাডা বা কোয়েসাড়া।” শেষ সময়ে ডল্‌কুইক্সটের লেই রকম সরলতা আর অমুত্তাপ দেখিয়া সকলেই বাস্তবিক খুৰ ব্যথিত হইয়াছিলেন। এমন একদিন ছিল, যখন ডনকুইক্সটুকে দেখিয়া তাছার কত উপহাস করিয়া হাসিয়াছিলেন। কিন্তু সেদিন ডনকুইক্লটের কথায় সকলের চোখ জলে ভাগিয়া গেল। ডনকুইক্লটের এই অনুতাপের পর সকলেই র্তাহাকে ক্ষমা কবিরোন এবং তাছার প্রতি সহানুভূতি প্রদর্শন করিলেন। ইহাব পরে ডনৃকুইক্সটু আর কয়েকদিন মাত্র বঁাচিয়াছিলেন । কিন্তু যে কয়দিন তিনি বাচিয়াছিলেন, সে কয়দিন যুদ্ধ-বিগ্রহের বইয়ের কথা মনে পড়িলেই তিনি আতঙ্কে শিহরিয়া উঠিতেন এবং তাছার চোখে-মুখে করুণতার ছায়া ভাগি উঠিত। ミ・8や