পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- |بندانیان، | W কনিষ্কের পরবর্তী কুষাণরাজগণ মহাবাজ কনিস্কেব রাজ,াভিষেকের প্রথম ક્રુિ Σ "C 4 বর্ষ হইতে যে একটি శ متاخهه নুতন অব্দের গণনা করা হয়, তাeাকে সাধারণত: কুষাণাব্দ নামে অভিহিত কৰা হয় । এই অব্দের ৩ হইতে ১৩ বর্ষ পর্যস্ত কালেপ মধ্যে খোদিত লিপিসমূহে তাহার নাম পাওয়া যায়। অর্থাৎ তিনি যে অন্তত: ২৩ বৎসর পর্য্যন্ত রাজত্ব করিয়ছিলেন, তাগাতে কোনই সন্দেহ নাই । কুষাণাদের ২৩ বর্ষে উৎকীর্ণ মথুবার নিকটবর্তী ইসাপুব নামক স্থানে আবিষ্কৃত একটি শিলাস্তস্তের খোদিত লিপিতে বাসিন্ধ নামক একজন রাজার নামের উল্লেখ দেখিতে পাওয়া যায ; তইতে পারে যে, ইনিই মহারাজ কনিস্কেব পর কুষাণ-সাম্রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। মথুরায় আবিষ্কৃত ১৮শ বর্ষে উৎকীর্ণ অার একখানি শিলালিপিতে কনিষ্কের নামের উল্লেখ ছিল। কনিক্ষের লিপি দুইট হইতে প্রমাণ হয় যে, র্তাহার অধিকার পূর্ব মালব ও মথুরায় ছিল। কিন্তু ভাঙ্গার রাজ্যবিস্তৃতি কতদূর ছিল ও কনিক্ষের সহিত র্তাহার কি সম্পর্ক ছিল, কিছুই স্থির করিয়া ৰলিবার উপায় নাই। “üta •tu :F-T-- క్లే & ইহাও মনে করিবারই হেতু আছে যে, মহারাজ কনিস্কেব জীবিত কালেই তিনি কুষাণ-সাম্রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কেন বলিতেছি— অনেক দিন হইল আমাদের দেশের একজন মস্ত বড় পণ্ডিত ভাবতের উত্তর-পশ্চিম সীমান্তে আর নামক স্থানে একটি খরোষ্টী শিললিপি দেখিতে পাইয়াছিলেন। ইহা কনিষ্ক নামে একজন বাজাব ৪১শ রাজ্যাঙ্কে উৎকীর্ণ। অথচ তোমাদিগকে এই মাত্র বলিযাছি যে, ২৪শ ও ১৮শ রাজ্যাঙ্কে উৎকীর্ণ শিলালিপিতে বাসিদ্ধের নামেব উল্লেখ আছে। তাহা হয় কেমন করিয়া ? আবার আরও সমস্তাব বিষয় এই যে, কুষাণাদের ৩৩শ বর্ষ হইতে ৬০ বর্ষ কালের মধ্যে উৎকীর্ণ মথুৰায় আবিষ্কৃত শিলালিপিতে হুবিন্ধ নামক আর একজন প্রসিদ্ধ কুষাণসম্রাটের নাম দেখিতে পাওয়া যায়। এই সমস্তার সমাধান পণ্ডিতেরা নানা রকমে করিয়া থাকেন, কোন কোন পণ্ডিতের মতে কনিষ্ক যখন মধ্য এসিয়ায় বিজয়াভিযানে ব্যাপৃত ছিলেন, সেই সময় পর পর তাহার পুত্রদ্ধর বালিঙ্ক ও হবিন্ধের