পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

foots-et-riseo কার এত বেশী সংখ্যা ছাপা হয় যে, তাহাব জস্য ও এই ধরণের “রোটারী’ কল ব্যবহার করা হয়। যে সকল পুস্তকের বা মূল্যতালিকার খুব বেশী সংগাক ছাপাব আলশ্যক গুয, তাহা ও এই শ্রেণীব কলে অনেক মনোটাইপ কাষ্টিং মেসিন সময় ছাপা হইয়া থাকে। ইঙ্গাতে কেবল যে ছাপা দ্রুত হয় তাহা নহে, কাগজের থান কাটা কাগজের ‘তা’ অপেক্ষা অনেক কম দামে কিনিতে পারা যায় এবং কলের সাহায্যে ছাপা কাগজ ভাজ হইয়া --- যা ওয়ায় বই এব বাধাই খরচও কম পডে । বিশেষ বিশেষ কাজের জন্য আজকাল নানাপ্রকাব ছাপা-বল তৈয়ারি হইতেছে। এই প্রসঙ্গে পাচটির উল্লেখ করি ল— (১) বেলের টিকিট ছাপার কল— এই কলে ছোট কার্ডের উপব রেলের টিকিট চাপা, নম্বর চাপা, গণনা হষ্টয়া ও ছোট ছোট লাণ্ডিল বাধা কইয়া কল হইতে বাতিব হইয়া আসে। ট্রাম, বাস প্রভূতিব টিকিট ও এই শ্রেণী:ব কাল ছাপা হয় । (১)চালান, বাসদ, লিল প্রভূতি তাপিক সংখ্যাঘ ৫াপাব ক ল --মে সকল রসিদ, চালান প্রভূতিব লক্ষ লক্ষ ছাপা আবশ্যক sয, তাহাব জন্য ছোট 'বোটারী’ কল তৈয়ারি করা হইয়াছে । এই কলের সাহায্যে এক বা ততোধিক রঙে কাগজ ছাপা, কাগজ কাটা, ছিড়িবার জন্য সারি সারি ;ছিদ্র করা (perforating), Rož বসান, গণনা কবা, ছাপা কাগজের পিছনে একখানি করিয়া সাদা কাগজ ভরিয়া দেওযা ( নকল উঠাই বার জন্য )—সবই এক বারে হইয়া যায় । সিনেমা, খেলাধূলা, বাস, ট্রাম, প্রভূতির টিকিটও এই শ্রেণীর কলে ছাপ। হয। এই সকল টিকিট লম্বা থানের আাকারে, অনেকগুলি পর পর ছাপ। R n q o