পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুথিবীর বয়স কত ? পৃথিবীর বয়স্ক সে গিযে-fৰস্তাৱিত ভাবে বলা হইল। বে জ্ঞানিকের বলেনঅনেক দিন, অনেক মাস, অনেক বৎসর আগে, এমন .تعت কি এত আগে যে, তখন ৭ • আমাদেব দিন, মাস বা বৎসর বলে কিছুই ছিল না, একবার আকাশের মধ্যে একটা অস্তুত ব্যাপার ঘটেছিল। আকাশের তো সীমা নেই, ল্যাপারটা এতই অদ্ভূত যে, সেখানেও এমন ব্যাপার লচরাচর ঘটে না। কোট করেও একবার হয় কিনা সন্দেহ। কিন্তু একবাব যে ঘটেছিল, তবে প্রমাণ আছে। তার প্রমাণ তুমি, আমি, ५हें शृशिवौ, 5ान, भत्रण श्राद्र नृश्**द्धि । ठा হয়েছিল বলেষ্ট শনি, বুহম্পতি, মঙ্গল ইত্যাদি গ্রহ হযেছে ; আমাদের পৃথিবী হয়েছে ; চাদ হয়েছে ; পাহাড়, নদী এবং সমুদ্র হয়েছে ; গাছ-পালা, পশুপক্ষী, মানুষ হয়েছে ; আমি হয়েছি এবং ভূমি श८१छ् । অস্তুত ব্যাপারটি এই—স্বৰ্য্য আকাশের মধ্যে কোট কোট বছর ধরে আপন মনে একলা চলে বেড়াচ্ছিল। কিন্তু এমন করে এক চলে বেড়ান তার ভাগ্যে ছিল না। কোথা থেকে একটা প্রকাও নক্ষত্র তার খুব কাছে এস পড়ল। ফলে স্বর্গোর শরীরে খুব বড় জোয়ার দেখা দিল । এত বড় সে জোয়ার যে, তা কল্পনাতেও আসে না। দেখতে দেখতে হর্য্যের শরীর থেকে কতকটা অংশ নক্ষত্রটার টানে ফুলে উঠে আকাশের মধ্যে বেড়িয়ে পড়ল চিত্র ১ ] । আগন্তুক নক্ষত্রটা সামান্ত পথ-ভ্ৰষ্ট হয়ে আবার আকাশের মধ্যে উধাও হয়ে কোথায় চলে গেল, কিন্তু স্বর্যোর কাছে তার আগমনের একটা চিহ্ন চিরকালেব জন্য রযে গেল, যে অংশটা স্বর্য থেকে বেরিয়ে এসেছিল, তা আকাশেই থেকে গিযে স্বর্যের চতুর্দিকে ঘুরপাক খেতে লাগল। এবং ক্রমে ঠাণ্ড হয়ে বুধ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ইত্যাদি গ্রহের জন্ম দিল। এখন সমস্ত এই-কতদিন আগে এই ব্যাপারটি ঘটেছিল। এর উত্তরে এমন কোনও সঠিক হিসাব দেওয়া যায় না, যা থেকে বলা যেতে পারে যে, ঠিক এত বছর, এত মাস ও এত দিন আগে এই ব্যাপারটা ঘটেছিল। তবে অন্তত: এই এতট। नभtग्नग्न भtषा ८य रुम्न नेि, डा दणा पाग्न । पtन কর, তোমার বয়স তের বছর। অন্তত: তের বছবের মধ্যে যে হয়নি, এ কথা তুমিও বলতে একটু ভয় পাৰে না। কিন্তু র্যার বৈজ্ঞানিক, --- --------------------------------------