পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- কি ও *েল ? ইউরেনিয়াম আরও কমে যাবে। তখন তা হয়ে দাড়াবে ’৭৪৭ আউন্স আর বেড়ে গিয়ে হয়ে যাবে ২১৯ আউন্স । তাই যেখানেই ইউবেনিয়াম পাওয়া যায়, সেখানে সীসাও থাকে। আর এই ইউরেনিয়াম ও সীসা মেশান পাথরটাতে, কতটা ইউরেনিযাম আর কতটা সীসা আছে বার কবতে পারলেই, উপরে যেমন হিসেব করা হয়েছে, তেমনি করে বলে দে ওয়া যাবে যে, কতদিন থেকে এই সীসক এই ইউরেনিয়ামের সঙ্গে জমা হতে আরম্ভ হযেছে। যে সব পাথরে ইউরেনিয়াম পাওধা যায়, তাকে রাসায়নিক বিশ্বেষণ করে তার মধ্যে ই দুরনিয়াম আর সীসাব অনুপাত খার করলেই সেই পাথরট। কত দিনের বলা যেতে পারে। ভূ ত্ববিদেরা এমনি করেই বিভিন্ন যুগের পাথরের বয়স ঠিক করেন। তামব বলতে পার যে, বাইরের সীসক (leal) গিযে ইউরেনিয়াম থেকে পাওয়া সীলার সঙ্গে মিশে তাব পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তোমাদের আশঙ্কা অবশ্য খুবই ঠিক। কিন্তু সৌভাগ্যবশত: সাধারণ সীস আর ইউরেনিয়াম থেকে যে সৗস। উৎপন্ন হয়, তাদের মধ্যে সামান্ত তফাৎ আছে। তাদের রঙ, তাদের সব রকমের রাসায়নিক লাজ ইত্যাদি এক হলেও একটা অপবটা থেকে সামান্ত ভারী। সাধারণ সীসার ওজন যদি বলা হয় ২•৭, তবে ইউরেনিয়ামের সীসার ওজন কৰে ২-৬। এই প্রভেদটুকুর জন্যেই পাথরের টুকরাটির মধ্যে ঠিক ইউরেনিয়ামের সীসা কতটা আছে, ৩। নিভুল ভাবে বলা যায়। পুথিবীর মধ্যে সব থেকে পুরাণ যে পাথর পাওয়া গেছে, তার বয়স এই ভাবে হিসেব করলে বের হয় ১৭ - কোটা বছর। তারপর পৃথিবীব বাইরে থেকে যে সব উস্কাথও পৃথিবীতে এসে পড়ে, তাদেব এইভাবে পৰীক্ষা করবার পর দেখা গিয়াছে, এদের কোন কোনটার বয়স ২৯. কোটী বছর হওয়া সম্ভব। আজকাল ধরা হয়ে থাকে, উল্ক। আর পৃথিবী একই সময়ে স্বষ্টি হয়েছে। তাহলে পৃথিবীর বয়সও বলা যেতে পারে অন্ততঃ ২৯০ কোটা বছর । এছাড়া আরও একটা উপায়ে পৃথিবীর বয়স আন্দাজ করা যেতে পারে। স্বর্য্যের চারদিকে তার গ্রহরা একটা ঠিক নির্দিষ্ট পথে ঘুরে বেড়ায়। এই পথ সাধারণতঃ গোল । কিন্তু ঠিক গোল নয়, একটু চেপূট। পথগুলোব এই চেপ্‌টা হওয়াট। সেচ প্রথম দিনে যেমন ছিল, এখন ঠিক তেমন নেই। তা অল্প মল্প করে পরি বৰ্ত্তি ৩ হয়। কি ভাবে পরিবত্তিত হয়, তা জ্যোতিৰ্ব্বিদেরা মোটামুটি জানেন । এই পথগুলোর বক্তমান অবস্থায় আসতে কতদিন লাগতে পারে । হারল্ড (*f***s (Herold Jeffrys) «co azaz জ্যোতিৰ্ব্বিদ যে আন্দাজ করেছেন, তাই তোমাদের বলছি । বুধ ওহেপ চলবার পথ বর্তমান অবস্থায় আসতে ১০০ কোট থেকে ১ • • • কোট বছব লাগতে পারে । তেমনি তাদের চললার পথে যে পরিবত্তন হয়, তা নিসে অঙ্ক কষে দেখলে পাওয়া যায় প্রায় ৪০ কোট বছর। এই সব বিচার-বিবেচনা কবে বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে, পৃথিবীর বয়স অন্ততঃপক্ষে ৩• ০ কোট বছর। কেমন কবে পৃথিবীর জন্ম হয়েছিল, তা ২নং চিত্র দেখলেই তোমব বুঝতে •II:tद । শ্বেত ভালুকের আইসল্যাণ্ডে কেমন করিয়া আসে ? মেরুদেশের শ্বেত ভালুকের কথা তোমবাজান, এৰং পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তে বারমাস বরফে ঢাকা কনকনে ঠাণ্ডা স্বমেরু ও কুমের ভিন্ন যে অন্য কোথাও এই সকল ভালুক দেখিতে পাওয়া যায় না—এ কথাটাও বোধ করি তোমাদের অজানা নাই। কিন্তু আমি যদি বলি যে, এই দুই প্রদেশ ছাড়াও মাঝে মাঝে অন্ত কোথাও শাদা ভালুক পেখিতে পাওয়া গিাছে, তাহা হইলে তোমরা বোধ रुग्न भूत श्रदाक् ह३ब्रा या s, नग्न ? কিন্তু বাস্তবিকই একদিন আইসল্যাণ্ডের কয়েকটা ছেলে সমুদ্রের ধারে বেড়াইতে বেড়াইতে দেখিতে পাইল যে, একটা শাদ ভালুক সেখানে ঘুরিয়া বেড়াইতেছে। তাহারা দেখিয়া অবাক হইয়া গেল। আর আশ্চৰ্য্য হইবার কথাও বটে, কেন না তোমরা সকলেই জান যে, আইসল্যাও দ্বীপটর চারিদিকে বিশাল সমুদ্র ঘিরিয়া রহিয়াছে, Հ• Գa