পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-জ্ঞtল্পভী প্রচলিত । এই সকল প্রণালীর ছাপার নানা প্রকাব ব কম-ফের করিয়া সুন্দর রঙিন ও একরঙা ছবি হল্যাণ্ড, জাৰ্ম্মেনা, ইংলণ্ড প্রভৃতি দেশে দুই তিন শতাব্দী পূর্ব হইতেই ছাপা হইতেছে । Baxtertype, Mezzotype, Mezzotint zięfs atta এই সকল ছাপা পরিচিত । ক্রমে, আলোক-চিত্র বা ফটোগ্রাফিব যুগ আসিল । তখন হইতেই নানা দেশের سمسمحمصحهـمـهـه حمسهم. ফেল্ডোর তামার উপর হাতে এবং দ্রাবকের সাহায্যে খোদাই করিয়া গানের স্বরলিপি ছাপিতেন। তাহার ইচ্ছা হইল, পাথবের উপর খোদাই করিয়া ছাপিবেন, এবং সে বিযয় লইয়া নানারূপ পরীক্ষাও করিতে লাগিলেন। একদিন একখণ্ড পাথর লইয়া পরীক্ষা করিতে করিতে ধোপার একটি হিসাব লিখিয়া রাখা আtবশ্যক হইল । হাতের কাছে অন্য কিছু না থাকায় একখণ্ড ঠাল এনগ্রেভিংএর আদশ–মাদ্রাজের প্রাচীন চিত্র বৈজ্ঞানিক এবং চিত্রকরের চিস্ত কবিতে লাগিলেন, “ফটোগ্রাফির সাহায্যে কেমন করিয়া ছবি খোদাই করা যায ।” তাহা হইলে, ছবির অবিকল নকল লওযর সুবিধা হইবে এবং অপেক্ষাকৃত কম সময়ে ছবি খোদাই ও হইয়। যাইবে । এই যুগের প্রারস্তে ( প্রায় ১১০ বৎসর পূৰ্ব্বে ) সেলেফেল্ডোর নামক এক জাৰ্ম্মান লিথোগ্রাফির আবিষ্কার করেন। সেলে ماSbrة পাথরের উপব তেল। কালির সাহায্যে ধোপার হিসাবটি লিখিলেন। কাজ হইয়৷ গেলে, কালি তুলিযা ফেলার পরও পাথরের উপর লেখাগুলি স্পষ্ট দেখা যাইতে লাগিল । জল দিয়া ধুইয়া দেখিলেন, লেখার স্থানে জল লাগিল না। কৌতুহল হওয়ায়, খানিকটা পাতলা তেল ছাপার কালি পাথরের উপর লাগাইলেন। যে স্থানে লেখা ছিল সেখানে কালি লাগিল ; অস্ক জায়গা متوجه جهت مهمپچیهای تهیهای