পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همه مامه-Itml প্রভেদ এই যে, ‘অফ সেট চাপায় প্রথমে রবারের উপর ছাপা উঠাইয়া, রবারের উপর হইতে কাগজে ছাপা উঠান হয। কাগজ মস্বণ না হইলেও তাহাব উপর 'অফ সেট" ছাপা খুব সুন্দর উঠে। সাধারণ লিথো অপেক্ষ 'অফসেট ছাপা অনেক দ্রুত হওযাও সম্ভব । লিপো ছাপার প্রচলনের কয়েক বৎসর পর তামাব উপর গভীর-খোদাই ছাপাব (Intaglio-Printing ) Ntze Eafs হইল। ফটোগ্রাফেব সাহায্যে, তামার পাতেব উপর গভীব ছাপার প্লেট প্রস্তুত করিয়া তাহা হইতে মানুষ প্রাকৃতিক দৃশ্য, বাড়ী-ঘৰ, জিনিষপত্র প্রভূতির সুন্দৰ ছবি ছাপা হইতে লাগিল। এই ছাপার নাম z ēzi “Photogravure" | এই প্রণালীতে ছাপা পুৰ্ব্বে অনেক সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ছিল। প্লেটের সমতল স্থান হইতে কালি ঘষিয়া তোলাব ব্যাপারটিই ছিল একটি কঠিন এবং সময় সাপেক্ষ কাজ । ক্রমে ‘রোটারি ছাপার প্রণালী অবলম্বন করিয়া প্লেটখানি একটি চোঙ্গার গায়ে খোদাই করিযt চোঙ্গার গায়ে লম্বালম্বিভাবে একটি ছুরি বসাইয়া, কলের সাহায্যে অতি সহজে এবং দ্রুত কালি চাছিয়া লইবার ব্যবস্থা করা হইল। ইহার ফলে ছাপা অত্যন্ত তাড়াতাডি হওয়া সম্ভবপর হইল । এই প্রণালীতে ছাপা ছবি ফটোগাফের স্থায় মোলায়েম এবং সুন্দর হয় বলিয়া ইহার আদর খুব বেশী হইয়াছে। ইহার নাম Ratogravure (Rotray saat Photogravure এই দু'টি কথার সংযোগে ) রাখা হইয়াছে । আমরা সচরাচর মাসিক পত্রিকাদিতে যে সকল ছবি দেখি, তাহার অধিকাংশই

শিশু-গৰুৱতী

--- ‘হাফটোন এবং লাইন প্রণালীতে উচুখোদাই করা ‘ব্লক’ বা প্লেট হইতে ছাপা— তামা বা দস্তার পাতে এ সকল ব্লক প্রস্তুত হয়। ইহাও ফটোগ্রাফির সাহায্যেই হইয়া থাকে । ‘হাফটোন’ ব্লক (অর্থাৎ, যে ব্লকে তাফ বা সাদা-কালোর মাঝামাঝি 'টোন' বা লিখো-চিত্র আভাসকল উঠান যায় ) প্রস্তুত করিতে হইলে প্রথমে ক্যামেরার মধ্যে, প্লেটের সম্মুখে একটি কাচ (Screen) লাগান হয় যাহার উপর আড়াআড়িভাবে ( Crosslines ) অতি সূক্ষ্ম কালো লাইন (জালির মতন ) টানা আছে। এই ক্যামেরায় কোনও ফটো বা অাকা ছবির ছবি বা ‘নেগেটিভ তুলিলে ছবিখানিতে আগাগোড়া 88wν