পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: =ि(...e-पछiन्छाप्छौ সমতল ন হইয়া যদি বন্ধুর হয়, তাহা হইলে আলোর বশ্মি এক বিশিষ্ট দিকে প্রতিফলিত না হইয়া চারিদিকে চড়াইয় পডে। ইহাকে $tafsitzes Diffuse Reflexion 4t:1 | প্রাণীদেহের ভিতর দিয়া আলো প্রবেশ করিয়াছে পবীক্ষাদার দেখা যায যে রঞ্জন-আলো সাধারণ সমতল ধাতু পৃষ্ঠ হইতে নিয়মিত ভালে প্রতিফলিত হয় না, যে বিন্দুতে ধাতু পৃষ্ঠকে আঘাত করে, সেই বিন্দ হইতে চাৰিদিকে ছড়াইয়া পড়ে। সাধারণ আলো যখন এক স্বচ্ছ পদার্থ হইতে অন্য স্বচ্ছ পদার্থে প্রবেশ কবে, তখন রশ্মি তিৰ্য্যকবৰ্ত্তিত হই যা যায । কিন্তু রঞ্জন-অালোব রশ্মি কোন বিশিষ্ট দিকে তির্ব্যক্ৰষ্টিত না হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। সাধারণ আলোককে অতি সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়া প্রবেশ করাইলে অপর পাশ্বের পদায় ঠিক জ্যামিতিক ছায় পড়ে না, ছায়ার আশেপাশে খানিক দূর পর্যন্ত আলোক থাকে, ইহাকে ইংরাজীতে Diffraction বা সমাবৰ্ত্তন বলে। কিন্তু অতি সূক্ষ্ম ছিদ্র ૨8 ૦br ব্যবহার কবিযাও রঞ্জন-আলোর সমাবর্তন প্রত্যক্ষ করা যায় না । সুতরাং দেখা গেল যে রঞ্জন-অালোর ধৰ্ম্ম সাধারণ আলোর ধৰ্ম্ম হইতে অনেক বিভিন্ন,—সাধারণ আলোর মত বঞ্জন । আলোর প্রতিফলন, তির্যাক্ৰৰ্বন বা সমবৰ্ত্তন প্রত্যক্ষ করা, ব1 প্রমাণ করা যায় না। এইজন্য একদল বৈজ্ঞানিকের মত ছিল যে রঞ্জন-আলো বাস্তবিক আকাশের স্পন্দনজাত তবঙ্গ নয়, অতি ক্ষুদ্র ধাবমান তাড়িড়faztoi" (electrically neutral) foi সমূহের সমষ্টি মাত্র। কিন্তু এই অনুমানের অনুকূলে কোন ও সন্তোষজনক প্রমাণ পাওয়া যায় নাই। জাৰ্ম্মেনীর প্রসিদ্ধ চিন্তাশীল বৈজ্ঞানিক পণ্ডিত প্লাঙ্ক (Planck) ভীন (Wien) এবং স্টার্ক (Stark) ১৯০৭-৮ খুষ্টাব্দে অন্যবিধ প্রমাণ হইতে প্রতিপন্ন করেন যে, যদি রঞ্জন-আলো বাস্তবিকই সাধারণ অালো বা আকাশ তরঙ্গের প্রকার হাড়ের ছবি ভেদ মাত্র হয়, তাহা হইলে উহার তরঙ্গের দৈর্ঘ্য ১০ -- c m. অর্থাৎ সাধারণ দৃশ্যমান অালোর সহস্ৰ ভাগের এক ভাগ মাত্র হইবে । এই উপপত্তির দ্বারা রঞ্জন-আলোর ---