পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A. s s .

  • וי .v. w YAN

No. . I - আমরা এ পর্য্যন্ত বাঙ্গল সাহিত্যের পুরাতন কথা : আলোচনা করিয়াছি। ” হাজার বছরের পুরাণে বৌদ্ধ গান, তাহার পরে ময়নামতীর গান ও মহীপালের গান প্রভৃতি আমাদের সাহিত্য যে কত পুরাতন, তাকার সাক্ষী হইয় আছে। পুরাতন সাহিত্যের আলোচনাকরিতে করিতে বৈষ্ণব সাহিত্যের কথা বলিয়াছি ; এই বৈষ্ণব সাহিত্য আমাদের গৌরবের সামগ্রী। প্রায় দুই শত বৎসর পূর্বে বাঙ্গলা ভাষা ও সাহিত্য যেখানে গিয়া দাড়াইয়াছিল, তাহাও আমাদের কম গৌরবের নহে, এবং তখনকার অবস্থার কথা বলিতে গেলে ভারতচন্দ্রের নাম করিতে হয়। সাহিত্যের ভাল ও ভাষা ঘষিয়া মাজিয়া যেরূপে লোকের সামনে ধরিতে হয়, যে ভাবে ধরিলে লোকের ভাল লাগে, ভারতচন্দ্র ७iश उॉलहे छानिएउन ; डाई ॐाशद्र cनथा শিক্ষিত বাঙ্গালীর জানা যে দরকার, সে বিষয়ে দুই মত নাই, হইতেও পারে না । ভুরসুট পরগণা তখন বাঙ্গলা দেশের স্থপরিচিত স্থান ছিল, তাহার রাজা নরেন্দ্র রায় জাতিতে ব্রাহ্মণ ছিলেন। ভারতচন্দ্র রায় এই নরেন্দ্র রায় মহাশয়ের পুত্র। তিনি নানা বিদ্যায় পণ্ডিত ছিলেন ; সে সকল বিষ্ঠার একটা তালিকাও র্তাহার বইয়ের भc५T नेि ग़itइन । "ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক। অলঙ্কার সঙ্গীত শাস্ত্রের অধ্যাপক ॥ পুরাণ আগম বেত্তা নাগরী পারলী।” ব্যাকরণ, অভিধান, সাহিত্য, নাটক, অলঙ্কার, সঙ্গীত-শাস্ত্র, পুরাণ, আগম—এসব শাস্ত্র তিনি ভাল করিয়া শিখিয়াছিলেন, এমন শিখিয়াছিলেন যে পড়াইতেও পারিতেন,—তাই নিজের কাব্যে নিজের