পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - করিয়া খাজনা দিব, ঘরে যে কিছুই नाडॆ,"-७ं खाव जश्झ। ८ष कठ ঘুমপাড়ানি ও অন্য গীত গান রচিত হইল তাহা আর কি বলিব ! শুধু গরীব নহে, বড়লোকেরাও, ধনীরাও, কষ্টে পড়িল, কৃষ্ণুচন্দ্রের কাছে বার লাখ টাকা আদায় করিবার জন্য র্তাহাকে মুর্শিদাবাদে আটক করিয়া রাখা হইল। এই কষ্ট হইতে রক্ষা পাইবার জন্য কৃষ্ণচন্দ্র দেবীর পূজা করিলেন, স্বপ্নে দেবী আদেশ দিলেন এবং ভারতচন্দ্রকে দিয়া গান রচনা করিবার কথা ভাল্লভচতদ --- কস্ত। দক্ষ যজ্ঞ করিতেছেন, যজ্ঞের ভাগ দেবতারা আসিয়া গ্রহণ করেন, এবং দেবতাদের মধ্যে শিব হইলেন "মহাদেব" বt ‘দেবদেব’ বা 'দেবাদিদেব ; সুতরাং শিবের নিমন্ত্রণ হওয়া উচিত ছিল। কিন্তু দক্ষ নিমন্ত্রণ করিলেন না, শিবকে র্তাহার এমনই অপছন্দ হয় Lয শিবহীন যজ্ঞ করাই স্থির করিলেন। পিতা যজ্ঞ করিতেছেন, সতী তে তাহা দেখিতে যাইবেন, স্বামীকে নাই বা নিমন্ত্রণ করা হইল ; সতী তাই বিনা নিমন্ত্রণে বাপের বাড়ী গেলেন, স্বামীকে


র্তাহার সঙ্গে যত ভৈরব ভৈরবী নন্দী ভৃঙ্গী ছিল তাহারা গিয়া যজ্ঞ নষ্ট করিয়া ফেলিল

বলিলেন,—অন্নপূর্ণার পূজার কথা যেন এই মঙ্গল গানে থাকে এবং 'অষ্টাহ গীত' চাই, অর্থাৎ আটদিনে যেন গানটি শেষ হয়। এই প্রস্তাবে কৃষ্ণচন্দ্র সম্মত হইলেন। সুতরাং মুক্তিও তিনি পাইলেন ; ভারতচন্দ্রের কাব্য রচনা করিবার কৈফিয়ৎ ইহাই । ংসারের স্মৃষ্টি কি করিয়া হইল, প্রত্যেক পুরাণে এই কথার বর্ণনা আছে ; অন্নদামঙ্গলেরও আরম্ভ তাহ লইয়া। তাহার পর नएमब्र यख्ठकथा । भिदङांग्र जडौ नरक्रब्रशे Հձ ՆՑ অনেক কষ্টে রাজী করাইয়া নিজেই গেলেন। কিন্তু মেয়েকে দেখিয়া বাপ, জামাইয়ের নিন্দ না করিয়া থাকিতে পারিলেন না,— মেয়ে আবার স্বামীর নিন্দা শুনিয়া দেহত্যাগ করিলেন। এ সকলই নিয়তির বিধান,— কাটাইবার উপায় নাই। শিবের কানে যখন সতীর দেহত্যাগের সংবাদ আসিয়া পৌছিল, তখন তিনি পাগলের মত হইয়া গেলেন, তাহার সঙ্গে যত ?उब्रव उद्रशेो नग्नि छूत्रौ श्लि उाशद्रा शिग्ना i SAASAASAASAASAASAASAASAASAASAAAS